সমাচার ডেস্ক অনলাইনঃ
কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলা খলিশাকুন্ডি ইউনিয়নে বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি এবং সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লার নির্দেশনায় ও দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম- সাধারণ সম্পাদক আব্দুল বারি এবং খলিশাকুন্ডি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ইকবাল হোসেন ভায়ের সার্বিক সহযোগিতায় গতকাল শনিবার ২৬ মার্চ ২০২২ এ অনুষ্টান সম্পূর্ণ হয়।
অনুষ্টানে স্লোগান উঠে, ‘মুক্তি মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই’।
অনুষ্টানে বক্তব্য রাখেন- খলিসাকুন্ডী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জমির উদ্দীন মোন্ডল, উপজেলা জাসাস সভাপতি ওস্তাদ আক্কাস আলী, খলিসাকুন্ডী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আতিয়ার রহমান, দৌলতপুর উপজেলা যুবদলের সদস্য রাজিব কিবরিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সেলিম রেজা জটু, সাবেক ছাত্রদল নেতা টুটুল মালিথা , খলিশাকুন্ডি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম (গাজী সুমন), জাবের আলী সাধারণ সম্পাদক খলিসাকুন্ডী ইউনিয়ন কৃষক দল, স্বেচ্ছাসেবক দল নেতা মো.জাহিদুল ইসলাম (মিন্টু), মো.ইব্রাহিম হোসেন, মো. সামাদ হোসেন, মো.নাফিজ মালিথা (বাপ্পী), যুবদল নেতা জামরুল ইসলাম, আজগর আলী, খালিদ হাসান রবিন, সাইমন ইসলাম, ছাত্রদল নেতা শিপন, লিটন গাজী, সেকেন্দার আল আবির, মীর আশিকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, “আওয়ামী লীগ স্বাধীনতার ইতিহাস খন্ডিত ও বিকৃত করে জাতির সাথে প্রতারণা করছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষনা অস্বীকার করে সরকার মুক্তিযুদ্ধকে অপমানিত করছে। শহীদ জিয়ার ঘোষনার মাধ্যমেই মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সুচনা হয়। সরকার গণতন্ত্র, ভোটাধিকারসহ মৌলিক মানবাধিকার হরণ করে স্বাধীনতার স্বপ্ন-আকাঙ্ক্ষা পদদলিত করছে। সুতরাং তাদের মুখে স্বাধীনতার চেতনার কথা মানায় না।”