বুধবার , ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

কুষ্টিয়া জেলা পুলিশের সাইবার ক্রাইম ইউনিট কতৃক রকেট থেকে অর্থ হাতিয়ে নেয়ার চক্রের ৩ জন আটক

প্রকাশিত হয়েছে -

 

সমাচার ডেস্ক অনলাইনঃ 

কুষ্টিয়া দৌলতপুরের রবিন আহমেদ নামের এক ব্যক্তির রকেট একাউন্ট হ্যাকিং করে ৩৩ হাজার টাকা হাতিয়ে নিয়েছিল একটি প্রতারকচক্র সেই চক্রকে চিহ্নিত করণ ও গ্রেপ্তারের উদ্দেশ্যে মাঠে নামে কুষ্টিয়া জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট। এই ইউনিট প্রযুক্তির সর্বোচ্চ ব্যাবহার করে গত ৩১ মার্চ রাতভর অভিযান পরিচালনা করে অজ্ঞাত নামা আসামিদের সনাক্তকরণ করে মাগুরা জেলার বিভিন্ন এলাকা থেকে তিন জন আসামিকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন মাগুরার শ্রীপুর থানার বরিশাট পুর্বপাড়ার হাফিজুর মোল্লার ছেলে আনোয়ার হোসেন (২৩) ও একই এলাকার গোলাম কিবরিয়ার ছেলে রায়হান উদ্দিন(২৫), ও সদর থানার গাংনালিয়া নতুন পাড়ার ইনসাফ মন্ডলের ছেলে আশিক মন্ডল(২২)। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১৭ টি মোবাইল ফোন,২২ টি মোবাইলের সিম কার্ড, একটি নেট সংযোগ অত্যাধুনিক ডিভাইস ও ১১৫৫০ টাকা জব্দ করেন এই অভিযানকারী দলটি। কুষ্টিয়া পুলিশ সুপার খায়রুল আলম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গতকাল শুক্রবার সকাল ১১ টায় তার সম্মেলন কক্ষে এই সকল তথ্য প্রদান করেন।