বুধবার , ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

কুষ্টিয়ায় ৫০কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি পাওয়া গেছে

প্রকাশিত হয়েছে -

সমাচার ডেস্ক অনলাইনঃ 

কুষ্টিয়ার মিরপুরে পুকুর খননের সময় ৫০ কেজি ওজনের পাথরের একটি প্রাচীন মূর্তি পাওয়া গেছে।

শুক্রবার (০১ এপ্রিল)দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নের কুর্শা মজন্দপাড়ায় তাহের কমান্ডা নামে এক ব্যক্তির পুকুর স্কেবেটর মেশিন দিয়ে খনন করার সময় মূর্তিটি দেখতে পাওয়া যায়।

স্থানীয়রা জানায়, মন্দপাড়া এলাকার মজনু নামের একব্যক্তি
স্কেবেটর মেশিন দিয়ে তার বাড়ির পাশে কয়েকদিন আগে থেকে পুকুর খনন করছিলেন।
খননের এক পর্যায়ে,মাটি কাটার সময় মাটির নিচ থেকে স্কেবেটরের কাটারের মধ্যে পাথরের একটি কালো মূর্তি উঠে আসে।পরে স্কেবেটরের চালক
আশপাশের লোকজনকে মূর্তির বিষয়টি জানালে মুহূর্তেই খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকার মানুষ মূর্তিটি দেখতে পুকুরপাড়ে ভিড় জমায়। পরে স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। স্থানীয়দের ধারণা মূর্তিটি কষ্টিপাথরে। ওই এলাকায় প্রাচীনকাল থেকে হিন্দুদের বসবাস ছিল।

মূর্তি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে মিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল কাদের বলেন, পুকুর খনন করতে গিয়ে মূর্তিটি মাটির নিচ থেকে উঠে আসে,স্থানীয়রা পুলিশ এবং উপজেলা প্রশাসনকে খবর দিলে মূর্তি উদ্ধার করা হয়েছে মূর্তিটির ওজন ৫০ কেজি। উদ্ধারকৃত পাথরের মূর্তিটি এখন থানা হেফাজতে রয়েছে। পরিক্ষা নিরীক্ষা করলে বোঝা যাবে মূর্তিটি কিসের এবং এর মূল্য কতো। প্রত্নতত্ত্ব অধিদপ্তরে আমরা খবর দিয়েছি। তারা পাথরটি পরীক্ষা-নিরীক্ষা করে দেখবে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাথরের প্রাচীন একটি মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এটি আদালতে জমা দেওয়া হবে।