বুধবার , ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

কুষ্টিয়ার ভেড়ামারায় সড়কে প্রাণ গেল ৫ বছরের কন্যা শিশুর 

প্রকাশিত হয়েছে -

সমাচার ডেস্ক অনলাইনঃ

কুষ্টিয়ার ভেড়ামারায় অটোরিকশার চাপায় শেফালী খাতুন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের চন্ডিপুর পশ্চিমপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত শেফালী একই এলাকার আরশেদ আলীর মেয়ে।

স্থানীয়রা জানান,সকালে বাড়ির সামনে খেলছিল শেফালী খাতুন। এ সময় রাস্তা দিয়ে চলন্ত
একটি অটোরিকশা তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা আহতাবস্থায় শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভেড়ামারা থানার (ওসি) মজিবুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।নিহতের পরিবারের লোকজনের অভিযোগ না থাকায় মরদেহটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।