বুধবার , ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ছবি বিকৃতি ঘটায় স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি এবং সাধারণ সম্পাদক এর নিন্দা ও ধিক্কার

প্রকাশিত হয়েছে -

শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ছবি বিকৃতি ঘটায় স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি এবং সাধারণ সম্পাদক এর নিন্দা ও ধিক্কার

কুষ্টিয়ায় মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ছবি বিকৃতি ঘটায় তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল।

নেতৃদ্বয় এক বিবৃতিতে বলেন, আওয়ামী লীগ ঐতিহ্যগতভাবেই মানুষের বাক-ব্যক্তি স্বাধীনতা ও পরমতে বিশ্বাসী নয়। কুষ্টিয়ায় দেশের একজন সফল সাবেক রাষ্ট্রপতি ও বীর মুক্তিযোদ্ধা শহীদ জিয়াউর রহমানের ছবি আওয়ামী দ্বারা বিকৃতির কতটা নীচু মানসিকতার পরিচয় বহন করে তা সহজেই অনুমেয়। আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করে এদেশটা তাদের পৈতৃক সম্পত্তি। এখানে কারো কোন অধিকার নেই। সবকিছুর ওপর নিয়ন্ত্রণ কেবল আওয়ামী লীগেরই। কুষ্টিয়া শহীদ জিয়াউর রহমানের ছবি বিকৃতি ঘটনায় ধিক্কার জানানোর ভাষা আমাদের জানা নেই। বর্তমান নিষ্ঠুর শাসকগোষ্ঠী দেশের জনগণসহ বিএনপি এবং বিরোধী দলের নেতাকর্মীদের ওপর জুলুম চালাতে উন্মাদ হয়ে গেছে, তারা এখন বিরোধী দলের নেতাদের ছবিকেও সহ্য করতে পারছে না। এরই ধারাবাহিকতায় আওয়ামী সন্ত্রাসীরা কুষ্টিয়ায় সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ছবি বিকৃতির মতো জঘন্য কর্ম সংগঠিত করেছে। দেশের ক্রমাবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং আওয়ামী সন্ত্রাসীদের বেপরোয়া সন্ত্রাস ও অমানবিক কর্মকাণ্ডে মানুষ আজ দিশেহারা। বর্তমান অবৈধ ক্ষমতাসীনদের বিষাক্ত ছোবল ও আগ্রাসন থেকে জাতিকে এখনই মুক্ত করতে না পারলে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নামক রাষ্ট্রটির অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে।