বুধবার , ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

কুষ্টিয়ায় নিখোঁজ যুবকের পোড়ানো মৃতদেহ উদ্ধার

প্রকাশিত হয়েছে -

সমাচার ডেস্ক অনলাইনঃ 

কুষ্টিয়া শহরতলীর বটতৈল সেনের চাতাল এলাকায় আগুনে পোড়ানো রাব্বি (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ এপ্রিল সন্ধ্যায়) সদর উপজেলার বটতৈল ইউনিয়নের সেনের চাতাল নামকস্থান থেকে আগুনে পোড়ানো ওই যুবকের মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রাব্বি কুষ্টিয়ার কুমারখালি উপজেলার জঙ্গলী এলাকার আলিমের ছেলে এবং বটতৈল এলাকার একটি জুট মিলের শ্রমিক ছিলেন তিনি।

কুষ্টিয়া মডেল থানার (ওসি) সাব্বিরুল আলম এ তথ্য নিশ্চিত করে জানান, নিহত রাব্বি বটতৈল এলাকায় একটি জুট মিলের শ্রমিক ছিলেন। সে তিনদিন ধরে নিখোঁজ ছিল। এ ব্যাপারে কুমারখালি থানায় মিসিং ডায়েরি করেছিলেন নিহতের পিতা। নিহতের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে হত্যার রহস্য উন্মোচন করার চেষ্টা চালানো হচ্ছে।