বুধবার , ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

প্রেমিকার হাতে আঙটি দেখে প্রেমিকের বিষপান

প্রকাশিত হয়েছে -

হরিনাকুণ্ডু ঝিনাইদহ থেকে রাব্বুল হুসাইনঃ

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে প্রেমিকাকে না পেয়ে বিষপানে প্রেমিকের আত্মহত্যা অভিযোগ উঠেছে। নিহত সবুজ (২০) উপজেলার রামচন্দ্রপুর গ্রামের খালেকের ছেলে।

গত বুধবার (১৩ এপ্রিল) বিষপান করলে স্থানীয়রা তাকে প্রাথমিকভাবে হরিণাকুণ্ডু স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে,সেখানে তার অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক কুষ্টিয়া মেডিকেল হাসপাতালে রেফার করে,সেখান থেকে রাজশাহী মেডিকেল হাসপাতালে নিলে সেখানেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। তাঁরা বলেন,স্থানীয় একটি মেয়ের সাথে সম্পর্ক ছিল নিহত সবুজের,গতকয়েকদিন পূর্বে মেয়েটির হাতে আঙটি পরায় বরপক্ষ, এতে মেয়েটির সম্মতি থাকায় সে বিষপান করে।

এব্যাপারে হরিণাকুণ্ডু থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ
সাইফুল ইসলাম জানান তিনদিন পূর্বে বিষপান করে কুষ্টিয়া মেডিকেল হাসপাতালে ভর্তি ছিলো লাশ এখনো আসে নাই আসলে পরে জানানো হবে।