নিজস্ব প্রতিবেদক :
পবিত্র রমজানুল মোবারক এবং কুষ্টিয়া হাই স্কুল এসএসসি ব্যাচ ২০১০ এর ১ যুগ পূর্তি ও পূর্ণ মিলনী -২০২২ সফলভাবে উদযাপনের লক্ষে কুষ্টিয়া হাই স্কুল এসএসসি ব্যাচ ২০১০ এর আয়োজনে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ এপ্রিল) অনুষ্ঠিত আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলে বন্ধুদের মধ্যে শশী ও নাব্বিরের সঞ্চালনায় ইফতারের আগে অনুষ্ঠিত এক আলোচনা সভায় আসছে ঈদুল ফিতরের ৪র্থ দিন কুষ্টিয়া হাই স্কুল এসএসসি ব্যাচ ২০১০ এর ১ যুগ পূর্তি ও পূর্ণ মিলনী -২০২২ সফলভাবে উদযাপনের লক্ষে সার্বিক সিধান্ত গ্রহন করা হয়। সেই সাথে সকল বন্ধুরা একত্রিত হয়ে নিজেদের ব্যক্তিগত জীবনের পাশাপাশি গরীব, দুঃখী, অসহায় মানুষের দাঁড়াবার প্রত্তয় ব্যাক্ত করেন। সবাই মিলে মিশে থেকে এবং আগামী দিনে সমাজে ভালো কিছু করার আহব্বান জানানো হয়। এবং বন্ধুরা একে অপরের পাশে সব সময় থাকবে বলে সাহস যুগিয়ে দেন। এসময় কুষ্টিয়া হাই স্কুল এসএসসি ব্যাচ ২০১০ এর মধ্যে উপস্থিত ছিলেন,রাকিবুল, তুষার, সুবহান, খোকন, সম্রাট,সুমন আরিফ,অনিক, আবির, হামিদুল, তসলিম,বিপ্লব,খালেক,সজল প্রমুখ। এরপর বিশেষ দোয়া মাহফিল শেষে উপস্থিত সকল বন্ধুদের নিয়ে ইফতার করা হয়।