বুধবার , ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

কুষ্টিয়ায় গোসল করতে নেমে কলেজ ছাত্রের মৃত্যু

প্রকাশিত হয়েছে -

সমাচার ডেস্ক অনলাইনঃ 

কুষ্টিয়া লাহিনী বটতলা ক্যানালে দুই ভাই গোসল করতে গিয়ে ছোট ভাই আসাদুর জামান নুর (১৭) নামে কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে বটতলা ক্যানালের সুইচ গেট নামকস্থানে এ ঘটনা ঘটে। নিহত ছাত্র হলেন লাহিনী বটতৈল এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে আসাদুর জামান নুর। সে খুলনা ক্যান্টমেন্ট কলেজের এস.এস.সি ১ম বর্ষের ছাত্র। তবে তার সেজো ভাই আব্দুল্লাহ বর্তমানে সুস্থ্য আছেন।
স্থানীয় সূত্রে জানা যায় কলেজ ছুটি থাকায় ছোট ভাই আসাদুর জামান নুরকে সাথে নিয়ে মোটর সাইকেল যোগে সেঝো ভাই আব্দুল্লাহ ক্যানালে গোসল করতে যান। গোসলের একপর্যায়ে ক্যানালের সুইচ গেটের উপর দাড়িয়ে পানিতে ঝাপ দেন দুই ভাই। পানিতে স্রোত ও সাঁতার না জানায় আসাদুর ও আব্দুল্লাহ গভীরে চলে যান। পরে স্থানীয়রা এসে বড় ভাইকে উদ্ধার করতে পারলেও ছোট ভাইকে উদ্ধার করতে না পারায় ঘটনাস্থলে কলেজ ছাত্র আসাদুর মারা যায়।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি সাব্বিরুল আলম বিষয়টি নিশ্চিত করে বলে ঘটনাস্থলে পুলিশ যেয়ে কলেজ ছাত্রের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। তার সেজো ভাই আব্দুল্লাহ বর্তমানে সুস্থ আছেন। তবে তিনি ধারণা করছেন সাঁতার না জানার কারণে এ কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে বলে তিনি জানান।