1. admin@protisomoyersomachar.com : admin : chayan ahmed
কুমারখালী বাগুলাট ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মলন ও ইফতার মাহফিল - দৈনিক দিনের সমাচার
বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
জাল সনদে চাকরি নেওয়া কুষ্টিয়ার আওয়ামী লীগ নেত্রী চাকরিচ্যুত কুষ্টিয়া চেম্বারের পরিচালকের সাথে জাতীয় পার্টির (কাজী জাফর) শুভেচ্ছা বিনিময় তারুণ্যের শক্তিতেই মাদকমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব — জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় সহ-সম্পাদক সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের প্রধান হলেন সাংবাদিক মোঃ খায়রুল আলম রফিক কুষ্টিয়ার পাঁচ ইউনিয়নে সদর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় কুষ্টিয়ায় রোগীবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি, অস্ত্রের মুখে চিকিৎসার টাকা লুট কুষ্টিয়ার পাঁচ ইউনিয়নে সদর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির মতবিনিময় নেতাকর্মীদের বই উপহার দিয়ে প্রশংসিত জিয়া সাইবার ফোর্সের নেতা পলাশ কুষ্টিয়ায় বাসের ধাক্কায় নারী আইনজীবীর মৃত্যু জিয়া সাইবার ফোর্সের সহ তথ্য ও গবেষণা সম্পাদক হলেন পলাশ

কুমারখালী বাগুলাট ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মলন ও ইফতার মাহফিল

 

সমাচার ডেস্ক : কুমারখালী উপজলা বাগুলাট ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়ছ। গতকাল বিকাল ৩টায় দুদকুমড়া খালবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ এই সম্মলন অনুষ্ঠিত হয়। বাগুলাট ইউনিয়ন বিএনপির সভাপতি গালাম সরায়ার বিশ্বাস মাষ্টারর সভাপতিত্ব প্রধান অতিথির বক্তব্য রাখন, বিএনপি চয়ারপার্সন বগম খালদা জিয়ার উপদষ্টা কাউন্সিলর সদস্য ও কুষ্টিয়া জলা বিএনপির সভাপতি সাবক এমপি বীরমুক্তিযাদ্ধা সয়দ মহদী আহমদ রমী। বিশষ অতিথির বক্তব্য রাখন, কুষ্টিয়া জলা বিএনপির যুগ্ম-সম্পাদক ও কুমারখালী উপজলা বিএনপির যুগ্ম-আহবায়ক আব্দুর রাজ্জাক বাচু, কুষ্টিয়া জলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খদকার সামসুজ্জাহিদ, যুব-বিষয়ক সম্পাদ মজবাউর রহমান পিটু, কুমারখালী উপজলা বিএনপির সদস্য সচিব এ্যাড. শাতিল মাহমুদ, যুগ্ম-আহবায়ক আবুল কালাম আজাদ, ওহিদুল ইসলাম সাবু, অধ্যাপক নুরল ইসলাম আসাদ, আমিরল ইসলাম, কুমারখালী পর বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক আল কামাল মা¯ফা, যুগ্ম-আহবায়ক রফিকুল ইসলাম, কুষ্টিয়া জলা কষকদলর সাধারণ সম্পাদক মাকারম হাসন মাকা, বাগুলাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান শাহিন, জলা ছাত্রদলর সাবক সাংগঠনিক সম্পাদক রাকনুজ্জামান রাসল, শহর ছাত্রদলর সাবক যুগ্ম সম্পাদক সাগীর কারাইশি, কুমারখালী উপজলা মৎস্যজীবিদলর সভাপতি ঝটু বিশ্বাস, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মম্বর, কুমারখালী উপজলা তাঁতীদলর সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, কুমারখালী উপজলা শ্রমিকদলর সাধারণ সম্পাদক আব্দুল হানান, কুমারখালী উপজলা বিএনপির সদস্য অধ্যাপক আকমল হাসন, ফরদস খদকার পরাগ, কামরল ইসলাম খান, শরিফুল ইসলাম, পর তাঁতীদলর সাধারণ সম্পাদক রাশদ মলি­ক, সাংগঠনিক সম্পাদক আল রায়হান ফরদস, জগনাথপুর ইউনিয়ন যুবদলর আহবায়ক শহিদুল ইসলাম, সদকী ইউনিয়ন যুবদলর সভাপতি হুমাউন কবির মিতুল। সম্মলন সর্বসম্মতিক্রম মাঃ গালাম সরায়ার বিশ্বাস-ক সভাপতি, মাহাম্মদ আলী-ক সাধারন সম্পাদক এবং শাহিনুর রহমান-ক সাংগঠনিক সম্পাদক কর বাগুলাট ইউনিয়ন বিএনপির কমিটি ঘাষণা করা হয়। প্রধান অতিথির বক্তব্য সয়দ মহদী আহমদ রমী বলন, দ্রব্যমূল্যর লাগামহীন ঊর্ধগতিত মানুষ দুর্বিষহ জীবন যপন করছে,সরকারের এদিকে নজর নেই

এই ক্যাটাগরির আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক দিনের সমাচার
Theme Customized By Theme Park BD
error: Content is protected !!