মোঃ লোকমান
রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালী জেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা মাঠ চষে বেড়াচ্ছেন। চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠে যার প্রচারণা বিশেষভাবে দেখা যাচ্ছে তিনি হলেন রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি
অধ্যক্ষ দেলোয়ার হোসেন
তিনি দৈনিক বিজয় বাংলাদেশকে বলেন
আমি ছাত্রজীবন থেকে রাজনীতি করে আসছি আমি এইচএসসি পাশ পটুয়াখালী সরকারি কলেজ থেকে করার পরে। ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স মাস্টার্স শেষ করি বিশ্ববিদ্যালয় থাকাকালীন সময় ছাত্র রাজনীতি শুরু হয় এবং জহুরুল হক হল ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি ছিলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান ছাত্র সংসদের আমি বিপুল ভোটের ব্যবধানে সম্পাদক নির্বাচিত হয় এবং পরবর্তী পর্যায়ে বিএনপি জামাত-শিবির ছাত্রদলের হামলায় ১৯৮২ সালে আমার বাম পা ভেঙে যায় এবং দীর্ঘদিন পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলাম। লেখাপড়া শেষ করে আমি পটুখালী আসি আসার পরে আমি পটুয়াখালী করিম মৃধা কলেজে শিক্ষকতা শুরু করি আমি অধ্যক্ষ হিসেবে কর্মজীবন শেষ করে। আমি পটুয়াখালী আসার পরেও রাজনীতির সাথে সম্পর্কিত থাকি। আমি ১৯৮৭ সালে পটুয়াখালীজেলা যুবলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করি এবং পরবর্তী পর্যায়ে ১৯৯২ সালে পটুয়াখালী সহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। এবং সাথে আমি জেলা আওয়ামীলীগের সদস্য হই এবং তারপরে পটুয়াখালী সহর আওয়ামী লীগের আহ্বায়ক নির্বাচিত হই এবং আমি ১৯৯২ সাল থেকে পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য হিসেবে আছি এবং আমি পটুয়াখালী জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ দায়িত্ব পালন করেছিলাম এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত আছি।
আমি দি চেম্বার অব কমার্সের পটুয়াখালীর অনেকবার সদস্য ছিলাম। বাংলাদেশে রেড ক্রিসেন্টের পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছি এবং আমি পটুয়াখালী চক্ষু হসপিটালের কার্যনির্বাহী কমিটির সদস্য। তারপর আমি রাঙ্গাবালী উপজেলায় আসি আসার পরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার স্বাক্ষরিত নৌকা মার্কা নিয়ে রাঙ্গাবালী উপজেলা পরিষদের নির্বাচন করি বিপুল ভোটের ব্যবধানে আমি রাঙ্গাবালী উপজেলা পরিষদের চেয়ারম্যান হই তারপরে রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছি ।
মোঃদেলোয়ার হোসেন দৈনিক বিজয় বাংলাদেশকে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারন করে শেখ হাসিনার অনুপ্রেরণায় মূল সংগঠনের নেতাদের দিকনির্দেশনায় দলের কাজ করে চলছি, আমি পদের জন্য দল করি না। কাজেই চাওয়া পাওয়া বলতে আমি কিছুই বুঝি না। তবে দলের কর্মী হিসেবে আসন্ন পটুয়াখালী জেলা পরিষদের নির্বাচনে আমাকে চেয়ারম্যান পদে মনোনয়ন দিলে নির্বাচিত হয়ে পটুয়াখালী জেলাবাসীর খেদমতে নিজেকে বিলিয়ে দেব ইনশাআল্লাহ।