বুধবার , ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

কুষ্টিয়ার দৌলতপুরে ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত হয়েছে -

সমাচার ডেস্ক অনলাইনঃ 

কুষ্টিয়ার দৌলতপুরে ২৭ বোতল ফেনসিডিল সহ আমির হামজা (১৯) নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। সোমবার দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের প্রাগপুর মাঠপাড়া গ্রামে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ ওই মাদক ব্যবসায়ীকে আটক করে র‌্যাব। আটক মাদক  ব্যবসায়ী প্রাগপুর গ্রামের মশিউর রহমানের ছেলে।

র‌্যাব সূত্র জানায়, মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানিক দল ওইদিন গভীর রাতে প্রাগপুর মাঠপাড়া গ্রামে অভিযান চালিয়ে ২৭ বোতল ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী আমির হামজাকে আটক করে। পরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়।