বুধবার , ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

কুষ্টিয়ায় ২০৪টি গৃহ ও ভূমিহীন পরিবারকে প্রধানমন্ত্রীর ঈদের উপহার

প্রকাশিত হয়েছে -

সমাচার ডেস্ক অনলাইনঃ

“আশ্রয়ের অধিকার, শেখ হাসিনার উপহার”

শ্লোগানে সারাদেশের ন্যায় কুষ্টিয়া জেলায় তৃতীয় পর্যায়ে ২০৪টি গৃহ ও ভূমিহীন পরিবারকে প্রধানমন্ত্রীর ঈদের উপহার জমি ও গৃহ হস্তান্তর করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (২৬ এপ্রিল) বেলা ১১টার সময় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে গৃহহীনদের হাতে ঘরের চাবি ও জমির দলিলসহ প্রয়োজনীয় কাগজপত্র তুলে দেয়া হয়।

কুষ্টিয়া সদর উপজেলা ইউএনও সাধন কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-, জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম, পুলিশ সুপার মো. খাইরুল আলম ও সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা।প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারদের গৃহদান প্রকল্পে তৃতীয় ধাপে কুষ্টিয়ায় সর্বমোট ২০৪টি পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হয়।অপরদিকে কুষ্টিয়ার দৌলতপুরেও প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ঘর পেয়েছে ১৮টি ভূমি ও গৃহহীন পরিবার। মঙ্গলবার প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর দুপুর ১টায় আনুষ্ঠানিকভাবে সুবিধাভোগীদের হাতে ঘরের চাবি ও জমির দলিল তুলে দেয়া হয়।দৌলতপুরের ইউএনও মো. আব্দুল জব্বারের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে ভূমিহীন ও গৃহহীন পরিবারদের মাঝে জমি ও গৃহ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন, দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) আফরোজ শাহীন খসরু, দৌলতপুর উপজেলা ভাইস চেয়ারম্যান সাক্কির আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া ও জেলা প্রশাসনের প্রতিনিধি আরডিসি তানভীর হায়দার। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ইউএনও মো. আব্দুল জব্বার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় পবিত্র ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দৌলতপুরে ১৮টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘরের চাবি ও জমির দলিল হস্তন্তর করা হয়েছে।