বুধবার , ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

চাঁদ দেখা গেছে, আফগানিস্তানে আজ ঈদ

প্রকাশিত হয়েছে -

আফগানিস্তানে আজ রোববার মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। গতকাল শনিবার দেশটির কয়েক স্থানে চাঁদ দেখা যাওয়ার প্রেক্ষাপটে তালেবান সরকার এই সিদ্ধান্ত নেয়। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, ফারাহ, গজনি, কান্দাহার, ঘুর এলাকায় চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে রোববার ঈদুল ফিতর উদযাপিত হবে।

সংশ্লিষ্টদের নিয়ে এক বৈঠকের পর আফগানিস্তানের প্রধান বিচারপতি মৌলবি আবদুল হাকিম হাক্কানি জানান, শনিবার (৩০ এপ্রিল) দেশে (আফগানিস্তান) শাওয়ালের চাঁদ দেখার ‘প্রমাণ’ পাওয়া গেছে। ফলে দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে রোববার (১ মে)।

তালেবান মুখপাত্র ও তথ্য প্রতিমন্ত্রী জাবিউল্লাহ মুজাহিদও রোববার ঈদের কথা ঘোষণা করে আফগানদের অভিনন্দিত করেন। উল্লেখ্য, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কোথাও চাঁদ দেখা না যাওয়ায় সেখানে সোমবার ঈদ হবে। সূত্র: এমএমনিউজ