নিজস্ব প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন কুষ্টিয়ার সদর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক জয়নাল আবেদীন । শুভেচ্ছা বার্তায় তিনি কুষ্টিয়ার সর্বস্তরের জনগণকে এই ঈদ শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
ছাত্রলীগ নেতা জয়নাল আবেদীন জানান,রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমজানের সিয়াম সাধনার শেষে, শাওয়ালের এক ফালি উদিত চাঁদ নিয়ে আসে পরম আনন্দ ও খুশির ঈদের আগমনী বার্তা। তিনি বলেন,
সিয়াম পালনের দ্বারা রোজাদার যে পবিত্রতা ও পরিচ্ছন্নতার সৌকর্য দ্বারা অভিষিক্ত হন, ইসলামের যে আত্মশুদ্ধি, সংযম, ত্যাগ-তিতিক্ষা, দানশীলতা, উদারতা, ক্ষমা, মহানুভবতা, সাম্যবাদিতা ও মনুষ্যত্বের গুণাবলি দ্বারা বিকশিত হয়।
তিনি আরো বলেন,ঈদ হোলো ভ্রাতৃত্ব ও মিলনের উৎসব। সমস্ত বিভেদ ঘুচিয়ে একে অপরের বুকে টেনে নিয়ে অভিনন্দন ও ভালোবাসা বিনিময় করার দিনই হলো ঈদ।পবিত্র ঈদুল ফিতরের মহিমান্বিত আহ্বানে শান্তি-সুধায় ভরে উঠুক বিশ্ব সমাজ।সবাই ভাল থাকুন সুস্থ থাকুন, ঈদ মোবারক।