বুধবার , ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে টিসিবিকে শক্তিশালী করা হচ্ছে

প্রকাশিত হয়েছে -

সমাচার ডেস্ক অনলাইনঃ 

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের এমপি মাহবুবউল আলম হানিফ বলেছেন, নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে সব রকম চেষ্টা করা হচ্ছে। কিন্তু অসাধু মজুদদার ব্যবসায়ীরা ঈদের সামনে অধিক মুনাফা করছে। কঠোর মনিটরিং করা হচ্ছে। এজন্য টিসিবিতে শক্তিশালী করা হচ্ছে। ন্যায্যমূল্যে নিত্যপণ্য কেনার সুযোগ রাখা হয়েছে। ৫০ লাখের বেশি মানুষ এ সুবিধা পাচ্ছেন। এর আওতা বাড়িয়ে আরো ১ কোটি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মাহবুবউল আলম হানিফ রবিবার (১ মে) তাঁর নিজ বাসভবনে বেলা সাড়ে ১১টায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। ইলিয়াস আলী গুমের ব্যাপারে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গুম খুনের রাজনীতি আওয়ামী লীগ করে না।