বুধবার , ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

কুষ্টিয়ার খোকসায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

প্রকাশিত হয়েছে -

সমাচার ডেস্ক অনলাইনঃ 

কুষ্টিয়ার খোকসায় পিকআপভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চার জন।

বুধবার দুপুর ২ টার দিকে খোকসা উপজেলার পাইকপাড়া মির্জাপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পাংশা উপজেলার ফলিপুর এলাকার রেজাউল মন্ডলের ছেলে ফিরোজ মন্ডল (২৫) ও তার ছোট ভাই সামিউল মন্ডল (১০) ।

গুরুতর আহত অবস্থায় আরো চার জনকে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে কুষ্টিয়া-রাজবাড়ী দিয়ে পাঁচ জন যাত্রী নিয়ে সিএনজিচালিত অটোরিকশাটি যাচ্ছিল। পথে পাইকপাড়া মির্জাপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক একটি পিকআপভ্যানের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই আপন দুই ভাই নিহত হন। আহত আরো চার যাত্রীকে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়।