1. admin@protisomoyersomachar.com : admin : chayan ahmed
কুষ্টিয়ার আলোচিত ট্রিপল মার্ডার -৩ জনের আমৃত্যু,৮ জনের যাবজ্জীবন - দৈনিক দিনের সমাচার
বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
জাল সনদে চাকরি নেওয়া কুষ্টিয়ার আওয়ামী লীগ নেত্রী চাকরিচ্যুত কুষ্টিয়া চেম্বারের পরিচালকের সাথে জাতীয় পার্টির (কাজী জাফর) শুভেচ্ছা বিনিময় তারুণ্যের শক্তিতেই মাদকমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব — জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় সহ-সম্পাদক সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের প্রধান হলেন সাংবাদিক মোঃ খায়রুল আলম রফিক কুষ্টিয়ার পাঁচ ইউনিয়নে সদর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় কুষ্টিয়ায় রোগীবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি, অস্ত্রের মুখে চিকিৎসার টাকা লুট কুষ্টিয়ার পাঁচ ইউনিয়নে সদর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির মতবিনিময় নেতাকর্মীদের বই উপহার দিয়ে প্রশংসিত জিয়া সাইবার ফোর্সের নেতা পলাশ কুষ্টিয়ায় বাসের ধাক্কায় নারী আইনজীবীর মৃত্যু জিয়া সাইবার ফোর্সের সহ তথ্য ও গবেষণা সম্পাদক হলেন পলাশ

কুষ্টিয়ার আলোচিত ট্রিপল মার্ডার -৩ জনের আমৃত্যু,৮ জনের যাবজ্জীবন

সমাচার ডেস্ক অনলাইনঃ 

কুষ্টিয়ায় আলোচিত ট্রিপল হত্যা মামলায় ফারুক সরদার, কালু, রোহান নামে তিনজনের আমৃত্যু কারাদন্ড ও আটজনের যাবজ্জীবন কারাদন্ডসহ ২৫ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদন্ডের দিয়েছেন আদালত। আজ দুপুরে অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোঃ তাজুল ইসলাম আসামাীদের অনুপস্থিতিতে এই রায় প্রদান করেন। রায় প্রদান কালে দন্ডপ্রাপ্ত আসামীরা পলাতক। পলাতক আসামীদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে শাস্তির আদেশ দেন আদালত এবং আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমানিত না হওয়ায় ১১ জনকে এই মামলার দায় হতে খালাস প্রদান করেন আদালত।
সাজাপ্রাপ্ত আসামীরা হলেন কুষ্টিয়া ইবি থানাধীন পুলতা ডাঙ্গা গ্রামের আসকর সরদারের ছেলে ফারুক সরদার (পলাতক), ইবি থানাধীন পশ্চিম আব্দালপুর ইছাহক আলী মাষ্টার ছেলে কালু এবং আড়–য়াপাড়া ০২ নং মসজিদ গলি রোডের কাল মজনুর ছেলে রোহান (পলাতক)।
মামলা সূত্রে জানা যায় ২০০৯ সালের ৯ আগষ্টে সকালের দিকে কুষ্টিয়া সাদ্দাম বাজার সংলগ্ন গণপূর্ত অফিসের গেটের সামনে দেহবিহীন কায়ুব সাখাওয়াতী, আয়ুব আলী ও সামসুজ্জামান জোহা নামের তিনজনের মাথা কেটে ফেলে রেখে যায় এবং মস্তক বিহীন দেহ ইবি থানাধীন সোনাইডাঙ্গা গ্রামের মুছার পুকুর নামক বিলের আহাতাবের শশার ক্ষেতের আইলের উপরে তাদের তিনজনের লাশ উদ্ধার করে পুলিশ। পরে দিন কায়ুব সাখাওয়াতী বড় ভাই আঃ হাই বাদী হয়ে ইবি থানায় ত্রিপুল হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘ তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা ২২জনের আসামিদের বিরুদ্ধে ২০১০ সালের ২৮ ডিসেম্বর আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। আদালত এ মামলায় সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে আজ রায় ঘোষণার দিন ধার্য করেন এবং বিচারক আসামিদের শাস্তির আদেশ দেন।
আইনজীবী অনুপ কুমার নন্দী বলেন, ত্রিপুল হত্যার অভিযোগ প্রমানিত হওয়ায় তিনজনকে আমৃত্যু কারাদন্ড এবং ৮জনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন আদালত এবং পুলিশের সাথে বন্ধুক যুদ্ধে কয়েকজন মারা গেছে বলে তিনি জানান

এই ক্যাটাগরির আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক দিনের সমাচার
Theme Customized By Theme Park BD
error: Content is protected !!