বুধবার , ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

কুষ্টিয়ায় ছেলের হাতে বাবা নিহত

প্রকাশিত হয়েছে -

 

নিজস্ব প্রতিনিধি 

কুষ্টিয়া ২০ মে ২০২২ : কুষ্টিয়া শহরের চর মিলপাড়ায় পারিবারিক দ্বন্দ্বে ছেলের ইটের আঘাতে বাবা নিহত হয়েছে।

মিলপাড়া পুলিশ ফাঁড়ির এএসআই শাহিন আলম হত্যার খবরটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাড়িতে পাকা ঘর তোলা নিয়ে বিরোধের জেরে আজ সকাল ৬টার দিকে ছেলে মো. রমিজের সঙ্গে বাবা বাবু শেখের কথা কাটাকাটি হয়। ছেলে বাবার কাছে টাকা চাইলে উত্তেজনার এক পর্যায়ে ছেলে ইট দিয়ে বাবার মাথায় আঘাত করেন। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে ৭টার দিকে তার মৃত্যু হয়। মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ছেলে রমিজ পালিয়ে গেছেন। মরদেহের দাফন শেষ করে পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে বলে পুলিশকে জানিয়েছে।