বুধবার , ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

কুষ্টিয়া জেলা স্বর্ণ শিল্পী সমিতি দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষে নিত্য-সাইফুল-চাঁদ বাবু প্যানেলের গণ-সংযোগ

প্রকাশিত হয়েছে -

নিজস্ব প্রতিবেদক : আগামী ২১ মে (শনিবার) সারাদিন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে কুষ্টিয়া জেলা স্বর্ণ শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন ২০২২-২৪। নির্বাচনে প্রচার প্রচারণার শেষ দিন বৃহস্পতিবার রাত বারোটা।কুষ্টিয়া জেলা স্বর্ণ শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন ২০২২-২৪ এর শেষ দিনেও ব্যাপক গণ-সংযোগ ও লিফলেট বিতরণ করেছেন নিত্য-সাইফুল-চাঁদ বাবু প্যানেল পরিষদ।নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে নিত্য-সাইফুল-চাঁদ বাবু প্যানেল ভোটারদের সাথে মতবিনিময় করে ভোট প্রার্থনা করেন। গণসংযোগ শেষে ভোটারদের সাথে মতবিনিময় কালে সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ সাইফুল ইসলাম সন্মানিত ভোটার ভাইদের কাছে দোয়া ও ভোট প্রার্থনা করে তাকে এবং নিত্য-সাইফুল-চাঁদ বাবু প্যানেল পরিষদকে নির্বাচিত করে ভোটারদের খেদমত করার সুযোগ প্রদানের জন্য অনুরোধ জানান। বৃহস্পতিবার বিকালে নিত্য-সাইফুল পরিষদের সভাপতি পদপ্রার্থী নিত্য বিশ্বাস’র উপস্থিতিতে সাধারণ সম্পাদক পদপ্রার্থী সাইফুল ইসলাম’র নেতৃত্বে অনান্য পদপ্রার্থীগণ এই গণ-সংযোগ ও লিফলেট করেন। এসময় কুষ্টিয়ার এন এস রোডের স্বর্ণ পট্টিতে সকল স্বর্ণ শ্রমিকদের কাছে সমর্থন ও ভোট চাওয়া হয়। এসময় পরিষদের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সাইফুল বলেন, কুষ্টিয়া জেলা স্বর্ণ শিল্পী সমিতি একটি বৃহৎ ও ঐতিহ্যবাহী সংগঠন। এই সংগঠনটি শ্রমিক ও ভোটারদের অধিকার আদায়সহ তাদের বিপদে সব সময় পাশে থেকে কাজ করে থাকে। শ্রমিকদের স্বার্থ রক্ষায় আমাদের পরিষদ সবসময় ছিল,আছে, থাকবে। তিনি আরোও বলেন, আমার বিরুদ্ধে প্রতিদন্দি প্রার্থীরা একটি স্থানীয় পত্রিকা য় সংবাদ প্রকাশের মাধ্যমে শ্রমিকদের মাঝে মিথ্যা তথ্য দিচ্ছে যা আমি অবগত হয়েছি। এই সমস্ত মিথ্যা তথ্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি । সেই সাথে আগামী নির্বাচনে সংগঠন এর ধারাবাহিক উন্নয়ন অব্যাহত রাখতে সকল ভোটার ভাইদের সহযোগীতা ও ভোট প্রার্থনা করেন। উলেখ্য, আগামী ২১মে তে কুষ্টিয়া জেলা স্বর্ণ শিল্পী শ্রমিকদের সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।