নোয়াখালী জেলা প্রতিনিধিঃ জয় ভূঁঞা
নোয়াখালীতে কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে যুবক নিহত নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে কথা কাটাকাটির জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোহাম্মদ আয়মন (২২) নামে এক যুবক নিহত হয়েছে।
এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে সন্দেহভাজন তিনজনকে আটক করেছে।
শনিবার (২১ মে) সন্ধ্যা সাড়ে সাতটায় বেগমগঞ্জের চৌমুহনী হোসেন মার্কেট সংলগ্ন ভৌমিক ফার্মেসির সামনে এ ঘটনা ঘটে।
নিহত আয়মন চৌমুহনী ব্যাংক রোডের জুতা ব্যবসায়ী এবং চৌমুহনী পৌর এলাকার গনিপুর ৫নম্বর ওয়ার্ডের খালাসি বাড়ির মো. নূর নবীর ছেলে।
জানা যায়, চৌমুহনী হোসেন মার্কেটের সংলগ্ন ভৌমিক ফার্মেসির সামনে দুজন কথা কাটাকাটির একপর্যায়ে ছোরা দিয়ে আয়মনের বুকে আঘাত করলে গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় লাইফ কেয়ার হসপিটাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি মৃত্যুর বিষয় নিশ্চিত করে জানান,
এ ঘটনায় নীরব, রাকিব ও পাভেল নামে তিনজনকে তাৎক্ষণিক আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে ছোরাটি উদ্ধার করা হয়েছে। মৃতের ঘটনায় মামলার বিষয়টি প্রকৃয়াধীন রয়েছে।