বুধবার , ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

ইয়ুথ ডেভেলপমেন্ট ফোরামের সেলাই মেশিন প্রদান

প্রকাশিত হয়েছে -

নিজস্ব প্রতিনিধিঃ

আজ ইয়ুথ ডেভেলপমেন্টের এর সহযোগিতায়
যুক্তরাষ্ট্র প্রবাসি মুরশিদ আলমের “জীবিকা প্রজেক্ট “এর অধীনে ১ জন কর্মক্ষম নারী মোছাঃ আমেনা খাতুন সেলাই মেশিন প্রদান করা হয়েছে।

” জীবিকা প্রজেক্ট “ লক্ষ্য । এই সেলাই মেশিন এর মাধ্যমে অর্জিত অর্থ দিয়েই এগিয়ে যাবে তাদের দুই পরিবারের ৪ সদস্যের পরিবার। আলহামদুলিল্লাহ সংগঠনটি চেষ্টা করে যাচ্ছে সুবিধা বঞ্চিত /অসহায় মানুষের পাশে থাকতে।

সংগঠনটির প্রতিষ্ঠাতা আশিকুর ইসলাম চপল বলেন আমরা বিশ্বাস করি, সবার সহযোগিতা থাকলে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারবো এবং দেশ থেকে দারিদ্র্য দূরীকরণে ভূমিকা রাখতে পারবো।
জীবিকা প্রজেক্ট এ আপনার অনুদান দিয়ে সাহায্য করুন একজন মানুষ কে মাথা উঁচু করে দাড়াতে।
সেলাই মেশিন প্রদান অনুষ্ঠান YDF এর চেয়ারম্যান আশিকুল ইসলাম চপল পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক, সম্মিলিত সামাজিক জোটের চেয়ারম্যান ও কুষ্টিয়া পাবলিক লাইব্রেরির সদস্য সচিব ড. আমানুর আমান।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সামাজিক জোটের সমন্বয়ক ও কালপুরুষ যুব ও নেতৃত্ব উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মুহাইমিনুর রহমান পলল, জোটের সংগঠক ও স্মাইল ইন লাইফের নির্বাহী পরিচালক মোঃ বাপ্পি। কামরুজ্জান রনি, বিপ্লব হোসেন।