বুধবার , ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

কুষ্টিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক শাওন সাহা মৃত্যুর সংগে পাঞ্জা লড়ছে

প্রকাশিত হয়েছে -

চয়ন আহমেদঃ

কুষ্টিয়ায় বাসের ধাক্কায়,শাওন সাহা নামে এক মোটরসাইকেল আরোহী যুবক গুরুতর আহত হয়ে মৃত্যুর সংগে পাঞ্জা লড়ছে।

কুষ্টিয়া-প্রাগপুর সড়কের আল্লারদর্গা নামক স্থানে এই দূঘর্টনা ঘটে।

আহত যুবক কুষ্টিয়া কোর্টপাড়া এলাকার মৃত অসীম কুমার সাহার পুত্র।

জানাযায়,গত ২০-০৫-২২ শুক্রবারে গুরুতরভাবে আহত যুবক শাওন সাহা মোটরসাইকেল যোগে কুষ্টিয়া থেকে দৌলতপুর এর উদ্দেশ্যে রওনা দিলে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের আল্লারদর্গা নামক স্থানে পৌছানোর পর দৌলতপুর থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসা আল্লাহর দান পরিবহনের কুষ্টিয়া জ-০৪০০৪৩ নম্বর প্লেটের বাসটি বিপরীত থেকে এসে বেপেরোয়া গতিতে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী যুবক শাওন সাহা বাসের সামনে দিয়ে
মোটরসাইকেল সহ বাসের নিচে দিয়ে ঢুকে পড়ে গুরুতর ভাবে আহত হয় এবং তার মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়।
পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিলে,তার অবস্থা অবনতি হওয়ায় কতব্যরত চিকিৎসক তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন।
আহত যুবকের পরিবারের সদস্যরা জানায়,আহত শাওন এর অবস্থা ভালোনা,সে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।আমরা বাস চালকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।অদক্ষ চালকের কারনেই আজ তার এই অবস্থা। এমন ভয়াবহ ঘটনার জন্য বাস চালকই দায়ী।

উল্লেখ্য যে,দূঘর্টনার পুরো দৃশ্য রাস্তার পাশের সিসি টিভি ফুটেজ এ রেকর্ড হয়।সেখানে দেখা যায়,আহত মোটরসাইকেল আরোহী যুবক মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময়,রাস্তার বিপরীত থেকে এসে আল্লাহর দান পরিবহনের বাসটি বেপেরোয়া গতিতে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে,মোটরসাইকেল আরোহী যুবক মটরসাইকেল সহ বাসের সামনে দিয়ে বাসের নিচে ঢুকে যায়।