বুধবার , ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ ছয় মামলার আসামি গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে -

নোয়াখালী জেলা প্রতিনিধিঃ জয় ভূঁঞা

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ ছয় মামলার আসামি গ্রেপ্তার
নোয়াখালীতে ছয় মামলার পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার হেফাজত থেকে একটি দেশীয় তৈরি বন্দুক এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৩ মে) ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম আবুল বাসার (৪৫)। তিনি বেগমগঞ্জ উপজেলার ছয়ানি ইউনিয়নের ভবানীজীবনপুর গ্রামের বাসিন্দা।

নোয়াখালী জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, গোপন খবরে বেগমগঞ্জ থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে চারটি হত্যা, একটি ডাকাতি এবং একটি সাজাপ্রাপ্ত মামলাসহ ছয়টি পরোয়ানাভুক্ত মামলা রয়েছে।