বুধবার , ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

বার কাউন্সিল নির্বাচন ২০২২ উপলক্ষে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমিতি সমর্থিত প্রার্থীদের পক্ষে কুষ্টিয়া আইনজীবী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে -

সমাচার ডেস্ক অনলাইনঃ 

কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট নুরুল ইসলাম দুলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেওয়ান মাসুদ করিম মিঠুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখাএন কুষ্টিয়া ৪ আসনের মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ এম.পি।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এম.পি বলেন আইনজীবীদের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মনোনীত প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করুন।

মাননীয় এম.পি মহোদয়ের সফরসঙ্গী ও বার কাউন্সিল নির্বাচনের প্রার্থীদের পক্ষে প্রচারণার জন্য উক্ত অনুষ্ঠানে গঠনমূলক বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা আওয়ামীলিগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা আইনজীবী সমিতির সদস্য শেখ হাসান মেহেদী এবং সুপ্রীম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও কুষ্টিয়া শহর আওয়ামীলীগের সদস্য ব্যারিষ্টার গৌরব চাকী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি জি.পি আ.স.ম আখতারুজ্জামান মাসুম, কুষ্টিয়ার প্রথম পতাকা উত্তোলনকারী অ্যাডভোকেট আব্দুল জলিল, সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জহুরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হারুন-অর-রশিদ, গবেষক ও লেখক বীর মুক্তিযোদ্ধা ও অ্যাডভোকেট লালিম হক।

ওছাড়াও উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচিত নেতৃবৃন্দ, পাবলিক প্রসিকিউটর ও সরকারি কৌসুলি টীমের আইনজীবীবৃন্দ এবং কুষ্টিয়া জজ কোর্টের সম্মানিত আইনজীবীগণ।

বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন ২০২২ এ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের সমর্থিত প্রার্থীদের পক্ষে ভোট চেয়ে নির্বাচনী আলোচনা সভায় আজকের প্রধান অতিথি কুষ্টিয়া ৪ আসনের মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ এমপি মহোদয়কে ফুলেল অদম্য ২১ ব্যাচের নবীন আইনজীবী অ্যাডভোকেট মোঃ মুহাইমিনুর রহমান পলল, অ্যাডভোকেট আবদুল্লাহিল মারুক, অ্যাডভোকেট আকলিমা খাতুন আশা, অ্যাডভোকেট বিকাশ কুমার সৌম্য, অ্যাডভোকেট শাতিল আহমেদ।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন অদম্য একুশ ব্যাচের অ্যাডভোকেট আশরাফুল ইসলাম সুমন।