বুধবার , ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

চুরি করা মোটরসাইকেলের রূপ পাল্টে দিতো মহিন

প্রকাশিত হয়েছে -

নোয়াখালী জেলা প্রতিনিধিঃ জয় ভূঁঞা

নোয়াখালীতে অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের এক সদস্যকে আটক করেছে সুধারাম মডেল থানা পুলিশ। তার নাম মো. মহিন উদ্দিন (৩০)। এই সময় তার গ্যারেজ থেকে (বিভিন্ন সময়ে চুরি হওয়া) ৯টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

সোমবার (২৩ মে) জেলার সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের উদয়সাধুর হাট মঈন হোন্ডা সার্ভিসিং সেন্টারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মহিন উদ্দিন জেলার সদর উপজেলার ২ নম্বর দাদপুর ইউনিয়নের হুগলি গ্রামের নুরুল আমিনের ছেলে এবং উদয়সাধুর হাট বাজারের মঈন হোন্ডা সার্ভিসিং সেন্টারের মালিক ও মেকানিক। একই সঙ্গে মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য বলেও জানা গেছে।

জানা যায়, জেলার বিভিন্ন স্থান থেকে বিভিন্ন সময় মোটরসাইকেল চুরি করে গ্যারেজে এনে তার রূপ পরিবর্তন করতো মহিন। এছাড়া এক মোটরসাইকেলের যন্ত্র অন্য মোটরসাইকেলে লাগিয়ে এবং চুরি করা মোটরসাইকেলের বিভিন্ন যন্ত্রাংশ খুচরা বিক্রিও করত সে। তার সঙ্গে আরও ৮-৯ জন সদস্যও রয়েছে যারা তাকে এ কাজে সহযোগিতা করত।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে সুধারাম মডেল থানার এসআই প্রমোজ চৌধুরীর নেতৃত্বে উদয় সাধুরহাট বাজারের মঈন হোন্ডা সার্ভিসিং সেন্টারে অভিযান চালায় পুলিশ। এসময় ওই হোন্ডা গ্যারেজ থেকে জেলার বিভিন্নস্থান থেকে চোরাইকৃত ৯টি মোটরসাইকেলসহ মহিন উদ্দিনকে আটক করা হয়। আটককৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।