বৃহস্পতিবার , ৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

ছাদ থেকে পুলিশ কনস্টেবলের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

প্রকাশিত হয়েছে -

সমাচার ডেস্ক অনলাইন 

মাগুরা পুলিশ লাইন্স ব্যারাকের ছাদ থকে মাহমুদুল হাসান নামে এক পুলিশ কনস্টেবলের গুলবিদ্ধি মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মাহমুদুল হাসান (২৩) কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা সদরের এজাজুল হকের ছেলে। তিনি দেড় মাস আগে বদলি হয়ে মাগুরায় আসেন।

মাগুরার অতিরিক্তি পুলশি সুপার (অপরাধ ও প্রশাসন) কামরুল হাসান বলেন, রাতে ডিউটি থেকে ফিরে মাহমুদুল হাসান সকাল সাড়ে ৭টার দিকে পুলিশ ব্যারাকের চারতলার ছাদে গিয়ে নিজের নামে ইস্যু করা অস্ত্র দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মাগুরা মর্গে পাঠানো হয়েছে।