সমাচার ডেস্ক অনলাইনঃ
প্রতিষ্ঠাতাকালীন উপদেষ্টা জনাব শাহীন সরকার চাচা কে কুষ্টিয়া ফিল্ম সোসাইটির নবগঠিত কমিটির পক্ষ থেকে সভাপতি অ্যাড. নাজমুন নাহার ও সাধারন সম্পাদক এবং প্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদ সদস্য অ্যাড. মোঃ মুহাইমিনুর রহমান পলল ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় সংগঠনের আগামী দিনের পথচলায় তিনি দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন এবং ১৪ই আগষ্ট সন্ধ্যা ৭ ঘটিকায় “প্রজন্ম থেকে প্রজন্মে যিনি চিরঞ্জীব, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব “শীর্ষক কর্মসূচিটি বাস্তবায়নে সার্বিক সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেন।
এছাড়াও জেলা শিল্পকলা একাডেমি, কুষ্টিয়ার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জনাব আমিরুল ইসলাম কুষ্টিয়া সসংস্কৃতি চর্চা বৃদ্ধির ব্যাপারে কিছু পরিকল্পনার কথা জানান। কুষ্টিয়ার থিয়েটার বা নাট্যদলের সাথে ফিল্ম সোসাইটির সদস্যে অভিনয় প্রশিক্ষণ ব্যবস্থা করতে বলেন।
আগামী অক্টোবরে দোল পূর্ণিমায় ফিল্ম সোসাইটির জাকজমক যুগপূর্তি অনুষ্ঠানে সাংস্কৃতিক সংগঠক, পৃষ্ঠপোষক, কর্মীদের সংবর্ধনা এবং প্রয়াত সাংস্কৃতিক নেতৃবৃন্দকে মরোনোত্তর সম্মামনার বিষয়ে মতামত দেন।
অতঃপর জেলা আইনজীবী সমিতি কুষ্টিয়ার সাধারণ সম্পাদক দেওয়ান মাসুদ করিম মিঠি কুষ্টিয়া ফিল্ম সোসাইটির সভাপতি ও সম্পাদককে ফুলেল শুভেচ্ছা দেন এবং আইনজীবী সমিতির সাংস্কৃতিক সম্পাদকে কুষ্টিয়া ফিল্ম সোসাইটির সভাপতি নির্বাচিত করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং কুষ্টিয়া ফিল্ম সোসাইটির বিশেষ পৃষ্ঠপোষক পদে তাকে ফিল্ম সোসাইটির নেতৃবৃন্দ প্রস্তাব করায় সানন্দে মৌখিক সম্মতি দেন।
পরবর্তীতে কুষ্টিয়া ফিল্ম সোসাইটির প্রতিনিধিদল কুষ্টিয়া জজ কোর্টের বিজ্ঞ এপিপি অ্যাডভোকেট সেলিম সোহরাব খান এবং বিজ্ঞ এজিপি ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের আইন সম্পাদক অ্যাডভোকেট সুদীপ্ত কুমার সিংহকে পৃষ্ঠপোষক পদে সম্মতি প্রদান করায় তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান।