বৃহস্পতিবার , ৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

কুষ্টিয়ার আল্লারদর্গা পেট্রোল পাম্পে আগুন,দুজন নিহত-আহত তিনজন!ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন লাগার ঘটনা ঘটে

প্রকাশিত হয়েছে -

সমাচার ডেস্ক অনলাইনঃ 

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ধরমপুর ইউনিয়নের মহিষোডোরা এলাকায় দফাদার ফিলিং স্টেশনে তেল দেওয়ার সময় পেট্রোল পাম্পে আগুন লাগার ঘটনায় দুজন নিহত ও ৩ জন আহত হয়েছেন। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটে এই আগুন লাগার ঘটনা ঘটে।
এ সময় দগ্ধ হয়ে আহতদের ভেড়ামারা ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।

শুক্রবার (১২ আগস্ট) রাত ৮টার দিকে ভেড়ামারা উপজেলার মহিষাডোরা এলাকায় দফাদার ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভেড়ামারা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার শরিফুল ইসলাম।

ভেড়ামারা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, রাত ৮ টার দিকে উপজেলায় ধরমপুর ইউনিয়নের মহিষোডোরা এলাকায় দফাদার ফিলিং স্টেশনে তেল দেওয়ার সময় পাম্পে হঠাৎ বিস্ফোরণ হয়। এতে দুজন নিহত হয়েছেন, দগ্ধ হয়ে ৩ জন আহত হয়েছেন । নিহতদের ২ জনের নাম পরিচয় পাওয়া গেছে। সে দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের দিঘলকান্দি এলাকার শাহজদ্দীর ছেলে সাহাজুল (৩০)। অপর আরেক জন হলো মোঃ তৌহিদুল ইসলামের ছেলে বিজয় (১৬) দফাদার ফিলিং স্টেশনের আগুন এখন নিয়ন্ত্রনে।