বৃহস্পতিবার , ৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

জেলা আওয়ামীলীগের শোক দিবসের আলোচনা সভায় ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের অংশগ্রহণ

প্রকাশিত হয়েছে -

সমাচার ডেস্ক অনলাইনঃ 

আজ ১৮ই আগষ্ট কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে কুষ্টিয়া জেলা আওয়ামীলীগ আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ বঙ্গের রাজনৈতিক প্রাণপুরুষ ও কুষ্টিয়া উন্নয়নের রুপকার, বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং কুষ্টিয়া সদর আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মাহবুবুল আলম হানিফ।

বিকাল ৩টা থেকেই দলে দলে খন্ড খন্ড মিছিল আসে ওয়ার্ড ও ইউনিয়ন এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে। ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি মোখলেসুর রহমান বাবু ও বিপ্লবী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমানউল্লাহ নান্টু এবং সাবেক ছাত্রনেতা আমিনুর রহিম পল্লবের নেতৃত্বে এক বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেন পাবলিক লাইব্রেরির আলোচনা সভায়।

এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া শহর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শাহাবুদ্দীন বুলি, বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা তপন আহমেদ, ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি খন্দকার মাহমুদুল হক টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহিম উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক ও ২ নং ওয়ার্ড কাউন্সিলর মাজেদুল হক ধীমান, জেলা ছাত্রলীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট মুহাইমিনুর রহমান পলল।