বৃহস্পতিবার , ৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

কুষ্টিয়ায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, যুবকে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ

প্রকাশিত হয়েছে -

সমাচার ডেস্ক অনলাইন 

কুষ্টিয়া শহরে রাজশাহী থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। পাথর নিক্ষেপের ঘটনায় সুমন আলী (২৪) নামের এক যুবককে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ।

শুক্রবার (২৬ আগস্ট) বেলা ১১টার সময় কুষ্টিয়া কোর্ট স্টেশন এলাকায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। এতে ট্রেনের জানালার কাঁচ ভেঙে এক যাত্রী আহত হন। আটক সুমন আলীর বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার বাসিন্দা।

পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজের আলী বলেন, সকালে কুষ্টিয়া কোর্ট স্টেশন এলাকায় মধুমতি ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। এতে ট্রেনের এক যাত্রী আহত হন। পরে পুলিশ পাথর নিক্ষেপের দায়ে সুমন নামের একজনকে আটক করে। তার বিরুদ্ধে রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। ধারণা করা হচ্ছে, সুমন একজন ভবঘুরে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।