সমাচার ডেস্ক অনলাইনঃ
বুধবার (৩১ আগস্ট) সকালে কুষ্টিয়া কুমারখালী উপজেলার চড়াইকোল গ্রাম থেকে ওই ছাত্রকে উদ্ধার করা হয়। এবং অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।
অপহরন হওয়া স্কুল ছাত্র রিপন মোল্লা সাভারের দক্ষিণ পাড়া কাঠপট্রি এলাকার কুদ্দুস মোল্লার ছেলে। সে সাভার অধরচন্দ্র বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র।
গ্রেফতার হওয়া ব্যাক্তি গোলাম আজম কুষ্টিয়ার কুমারখালীর দেবনগর গ্রামের মৃত এস এম গোলাম সরোয়ারের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৮ আগস্ট সন্ধ্যায় সাভার পৌরসভা এলাকার দক্ষিণ কাঠপট্রি আলিয়া মাদরাসার সামনে থেকে মামুনকে অপহরণ করে আজম। পরে আজম মুঠোফোনে মামুনের বাবা কুদ্দুসের কাছ থেকে তিন লাখ টাকা দাবি করেন। পরে বিষয়টি নিয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়।
র্যাব-১২ সিপিসি-১ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ ইলিয়াস খান বলেন, গত ২৮ আগস্ট সন্ধ্যায় সাভার পৌরসভা এলাকার দক্ষিণ কাঠপট্রি আলিয়া মাদরাসার সামনে থেকে অপহৃত হয় মামুন। রিপনকে অপহরণ করে মুক্তিপণ চাওয়ার চারদিন পর বুধবার সকালে কুষ্টিয়ার কুমারখালী থেকে উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।