নিজস্ব প্রতিনিধীঃ
কুষ্টিয়ায় ড্রাম ট্রাকের চাপায় মনিনুর ইসলাম মনু(৩৭) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার ৩ সেপ্টেম্বর সন্ধা ৬টার দিকে শহররের এলজিইডি ভবনের সামনে
এই মর্মান্তিক সড়ক দূর্ঘটনা ঘটে।
নিহত মনিরুল ইসলাম মনু কুষ্টিয়া সদর উপজেলার থানাপাড়া (পলান বক্স রোডস্থ) মৃত আফতাব বিশ্বাসের ছেলে।
নিহত মনিরুল ইসলাম মনি কিয়াম মেটাল ইন্ড্রাঃ লিঃ এজুনিয়র হেলপার হিসেবে কর্মরত ছিলেন।
এ ঘটনায় ঘাতক ড্রাম ট্রাক চালককে আটক এবং ড্রাম ট্রাকটি জব্দ করেছে পুলিশ।
পুলিশ ও স্বজন সুত্রে জানা যায়, নিহত মনিরুল ইসলাম মনু দীর্ঘদিন কিয়াম মেটাল ইন্ড্রাঃ লিঃ এ জুনিয়র হেলপার হিসেবে কাজ করতেন। প্রতিদিনের ন্যায় শনিবার বিকেলে উিউটি শেষ করে নিজ মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিল মনিরুল। পথিমধ্যে শহরের এলজিইডি ভবনের সামনে নিমার্ণাধীন কালভার্টের কাছে পৌছালে মনির সামনে থাকা ড্রাম ট্রাকের পিছনের ব্যাক ডালায় ধাক্কা লেগে পড়ে যায় মনিরুল এবং মাথায় আঘাত লাগার কারণে ঘটনাস্থলেই মনির মৃত্যু হয়। এ সময় স্থানীয়ারা ধাওয়া করে ড্রাম ট্রাক ও চালককে আটক করে পুলিশের কাছে সৌপর্দ করে। পুলিশ ঘটনাস্থলে এসে মনিরুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
এবিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ দেলোয়ার হোসেন খানের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তাকে পাওয়া যায়নি।