সমাচার ডেস্ক অনলাইনঃ
কুষ্টিয়া শহরের স্বনামধন্য কারামায় চাইনিজ রেস্তোরাঁয় জনপ্রিয় সামাজিক সংগঠন কুষ্টিয়া যুব উন্নয়ন পরিষদের নবগঠিত কমিটির পরিচিতি ও বিগত দীর্ঘ ১ যুগের কর্মকান্ডের সার সংক্ষেপ উপস্থাপন এবং সাংগঠনিক পরিকল্পনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।
অতঃপর সংগঠনটির অন্যতম উপদেষ্টা, জয় নেহাল মানবিক ইউনিটের প্রতিষ্ঠাতা, আমেরিকা প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জয় নেহালকে করোনাকালীন মানবসেবা ও তরুণ প্রজন্মকে সমাজ সেবায় পৃষ্ঠপোষকতার জন্য বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
কুষ্টিয়া যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা হয় ২০১০ সালে, প্রতিষ্ঠাকালীন নাম ছিলো কালপুরুষ। বিগত ১ যুগে প্রায় অর্ধ শতাধিক সফল কর্মসূচির মাধ্যমে সংগঠনটি কুষ্টিয়ার স্বেচ্ছাসেবী সামাজিক সাংগঠনিক অঙ্গণে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে তাদের চমকপ্রদ সামাজিক কার্যক্রমের মাধ্যমে।
২০১০ সালে বিজয় দিবস র্যালী ও উৎসব উদযাপন, ২০১১ সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে র্যালী ও ভাষা উৎসব উদযাপন, ২০১২ সালের বৈশাখে মঙ্গল শোভাযাত্রা ও বাঙালিয়ানা কনসার্ট উদযাপন, ২০১৩ সালে নারী ও শিশু নির্যাতন বিষয়ক মানববন্ধন, ২০১৪ সালে শীতকালীন কম্বল বিতরণ কর্মসূচি এবং জয় বাংলা জনসার্ট আয়োজন, ২০১৫ সালে মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড ও দেশব্যাপী শিশু রাজন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও গণস্বাক্ষর এবং প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান, ২০১৬ সালে জাতীয় চিঠি উৎসব, ২০১৭ সালে ওয়ার্ড ভিত্তিক রক্তপরীক্ষা কর্মসূচি এবং ২০২০ ও ২০২১ সালে করোনা মোকাবেলায় নিজ উদ্যোগ এবং সম্মিলিত সামাজিক জোটের সাথে জেলা প্রশাসনের ইমারজেন্সি করোনা রেসপন্স টিমে দায়িত্ব পালন কর্মসূচি উল্লেখযোগ্য।
সংগঠনটির নবগঠিত কমিটির উদ্যোগে ২০২২ সালে আন্তর্জাতিক পরিবেশ দিবসে “কুষ্টিয়ার পরিবেশ দূষণ প্রতিরোধ” বিষয়ক সেমিনার ও জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের উদ্দেশ্যে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি পালন করে।
সংগঠনটির চেয়ারম্যান বিভাগীয় জয়িতা পুরষ্কার বিজয়ী তানজিমা রহমানের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা ও সাধারণ পর্ষদ প্রধান, সম্মিলিত সামাজিক জোটের সহ প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক অ্যাডভোকেট মোঃ মুহাইমিনুর রহমান পললের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনটির প্রধান উপদেষ্টা, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক খন্দকার ইকবাল মাহমুদ,
উপদেষ্টামন্ডলীর সদস্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন কুষ্টিয়া পাবলিক লাইব্রেরির সদস্য সচিব ও সম্মিলিত সামাজিক জোটের চেয়ারম্যান এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের জনসংগযোগ বিভাগের পরিচালক ড. আমানুর আমান, জার্মান প্রবাসী ব্যবসায়ী গোলাম কবির, দৌলতপুর উপজেলা প্রশাসনের মহিলা বিষয়ক কর্মকর্তা মর্জিনা খাতুন, কুষ্টিয়া সিটি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক রোটারিয়ান ওবায়দুর রহমান, কুষ্টিয়া প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সুপ্রীম কোর্টের আইনজীবী পি.এম সিরাজুল ইসলাম, বিশিষ্ট নারী উদ্যোক্তা ও রোটারিয়ান জেসমিন মিনি, বৃহত্তর কুষ্টিয়ার ইতিহাস- ঐতিহ্য- সংস্কৃতি সংরক্ষণ পরিষদের মহাসচিব ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি এস.এস. রুশদী।
অনুষ্ঠানে গেষ্ট অব অনার হিসেবে সম্মাননা প্রদান করা হয় সংগঠনটির অন্যতম উপদেষ্টা ও আমেরিকা প্রবাসী, রেমিট্যান্স যোদ্ধা এবং জয় নেহাল মানবিক ইউনিটের প্রতিষ্ঠাতা জনাব জয় নেহালকে। এ সময় তিনি সংবর্ধিত অতিথির বক্তব্যে বলেন, ” কিশোর বয়স থেকেই রক্তদান কর্মসূচি ও অসহায় দুস্থদের পোশাক বিতরণের মাধ্যমে কুষ্টিয়ার সামাজিক কর্মকান্ডের হাতে খড়ি আরম্ভ হয়, তারপর থেকে পেশাগত কারণে বিদেশ অবস্থান করেও চেষ্টা করেছি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ডে নিজেকে নিয়োজিত করার। বর্তমানে জয় নেহাল মানবিক ইউনিটের ব্যানারে চেষ্টা করছি দেড় যুগের সামাজিক উদ্যোগগুলি এক সুতোয় বাধার, কুষ্টিয়া যুব উন্নয়ন পরিষদের কর্মকান্ডে আমি মুগ্ধ ও তাদের উত্তরোত্তর সফলতা কামনা করছি ”
অনুষ্ঠানে বক্তারা সামাজিক কর্মকান্ডে কুষ্টিয়ার যুবকদের সংগঠিত করে স্বেচ্ছাসেবী কার্যক্রমে উদ্বুদ্ধ করায় কুষ্টিয়া যুব উন্নয়ন পরিষদের ভূয়সী প্রশংসা করেন এবং আগামী দিনগুলোতে উন্নয়নমূলক সামাজিক কর্মকান্ডের ধারা অব্যহত রাখার প্রেরণা ও দিক নির্দেশনামূলক পরামর্শ দেন।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া যুব উন্নয়ন পরিষদের কোষাধ্যক্ষ সাদিয়া ইসলাম, সহ পরিচালক অপু হোসেন, জয় নেহাল মানবিক ইউনিটের সংগঠক জনাব আবুল কালাম আজাদ, সেলিম মাহমুদ, এজাজ আহমেদ চৌধুরী, চারু লর্ড অনু এবং সম্মানিত অতিথি তিশা পারভীন সহ কুষ্টিয়া যুব উন্নয়ন পরিষদের সংগঠক ও কর্মীবৃন্দ।
আসন্ন দিনগুলোতে শিক্ষা প্রতিষ্ঠানে তরুণীদের আত্মরক্ষা প্রশিক্ষণ, তরুণদের কিশোরগ্যাং ও ইভ টিজিং বিরোধী সেমিনার, গৃহে নারী ও শিশু নির্যাতন বিরোধী আইনি সচেতনতা, কুষ্টিয়া পৌর ওয়ার্ড ও উপজেলার ইউনিয়ন ভিত্তিক নারীদের প্রসূতী স্বাস্থ্য সচেতনতা, জেন্ডার বিষয়ক উঠান বৈঠক এবং জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণ বিষয়ক সভা ও প্রজেক্ট বাস্তবায়নের আশা ব্যক্ত করেন কুষ্টিয়া যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা এবং বিশিষ্ট সামাজিক ও সাংস্কৃতিক সংগঠক অ্যাড. মোঃ মুহাইমিনুর রহমান পলল।