1. admin@protisomoyersomachar.com : admin : chayan ahmed
বাংলাকে ভালোবাসি বাংলাদেশকে ভালোবাসি কুষ্টিয়াকে ভালোবাসি: কুষ্টিয়ায় নেপালের উপ-রাষ্ট্রদূত - দৈনিক দিনের সমাচার
বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া সদরের আব্দালপুর-ঝাউদিয়া ইউনিয়নে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ ও লক্ষী পূজা মন্দির পরিদর্শন  জাল সনদে চাকরি নেওয়া কুষ্টিয়ার আওয়ামী লীগ নেত্রী চাকরিচ্যুত কুষ্টিয়া চেম্বারের পরিচালকের সাথে জাতীয় পার্টির (কাজী জাফর) শুভেচ্ছা বিনিময় তারুণ্যের শক্তিতেই মাদকমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব — জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় সহ-সম্পাদক সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের প্রধান হলেন সাংবাদিক মোঃ খায়রুল আলম রফিক কুষ্টিয়ার পাঁচ ইউনিয়নে সদর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় কুষ্টিয়ায় রোগীবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি, অস্ত্রের মুখে চিকিৎসার টাকা লুট কুষ্টিয়ার পাঁচ ইউনিয়নে সদর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির মতবিনিময় নেতাকর্মীদের বই উপহার দিয়ে প্রশংসিত জিয়া সাইবার ফোর্সের নেতা পলাশ কুষ্টিয়ায় বাসের ধাক্কায় নারী আইনজীবীর মৃত্যু

বাংলাকে ভালোবাসি বাংলাদেশকে ভালোবাসি কুষ্টিয়াকে ভালোবাসি: কুষ্টিয়ায় নেপালের উপ-রাষ্ট্রদূত

  • প্রকাশের সময় : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫৪ বার পঠিত প্রিন্ট করুন

সমাচার ডেস্ক অনলাইনঃ

বাংলাকে ভালোবাসি বাংলাদেশকে ভালোবাসি কুষ্টিয়াকে ভালোবাসি। কুষ্টিয়ার মানুষ খুবই অতিথি পরায়ণ। আমি আবারও কুষ্টিয়ায় আসতে চাই। গতকাল শনিবার রাতে জেলা শিল্পকলা একাডেমি ও দৈনিক সময়ের কাগজ পত্রিকার পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন কুষ্টিয়ায় ব্যক্তিগত সফররত এম্বাসি অফ নেপাল ঢাকা বাংলাদেশের উপ-রাষ্ট্রদূত মি. কুমার রায়।

জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে আয়োজিত অনুষ্ঠানে উপ-রাষ্ট্রদূত আরো বলেন, আমি লালনের বাণী শুনেছি। তার প্রতিটি বাণী আমার মন ছুঁয়ে গেছে। কুষ্টিয়ার এই পূর্ণ ভূমিতে বাউল সম্রাট ফকির লালন শাহ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, সাহিত্যিক মীর মশাররফ হোসেন, মফস্বল সাংবাদিকতার পথিকৃৎ কাঙ্গাল হরিনাথ মজুমদার সহ বেশ কিছু গুণী মানুষের স্মৃতি রয়েছে। সাংস্কৃতিক অঙ্গনে এই জেলার মানুষ অসামান্য অবদান রেখে চলেছে। এই জেলায় আসার ইচ্ছাটা আমার অনেক দিনের। কুষ্টিয়ার মানুষ খুবই অতিথি পরায়ণ। তাদের আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে। আমি আবারও এই কুষ্টিয়ায় আসতে চাই।

কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি আশরাফ উদ্দিন নজু’র সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন সরকার, শহীদুল ইসলাম রবি, কালচারাল অফিসার সুজন রহমান, দৈনিক সময়ের কাগজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও কুষ্টিয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি নুরুন্নবী বাবু এবং নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটির সাধারণ সম্পাদক সালাহউদ্দিন কুটু। অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমি কুষ্টিয়া ও দৈনিক সময়ের কাগজ পত্রিকার পক্ষ থেকে উপ-রাষ্ট্রদূত মি. কুমার রায়কে উত্তোরিয় পড়িয়ে হাতে সম্মাননা স্মারক ক্রেষ্ট তুলে দেওয়া হয়। সেসময় কুষ্টিয়ার এই সম্মানিত অতিথি তার পক্ষ থেকে মঞ্চে উপস্থিত সকল অতিথি সহ দৈনিক সময়ের কাগজ পত্রিকা কুষ্টিয়ার বার্তা সম্পাদক অঞ্জন কৃষ্ণ শীল (শুভ) কে নেপালের টুপি উপহার হিসেবে মাথায় পড়িয়ে দেন। তাছাড়া উক্ত অনুষ্ঠান চলাকালীন হঠাৎ উপস্থিত কুষ্টিয়া ফিল্ম সোসাইটির সভাপতি ও কুষ্টিয়া আইনজীবী সমিতির সাংস্কৃতিক সম্পাদক, অ্যাড. নাজমুন নাহার এবং প্রতিষ্ঠাতা ও সম্মিলিত সামজিক জোটের সমন্বয়ক অ্যাড. মোঃ মুহাইমিনুর রহমান পলল নেপালের উপ-রাষ্ট্রদূতকে ফুলেল শুভেচ্ছা জানান। সম্মাননা অনুষ্ঠান পরবর্তীতে একই মঞ্চে এই অতিথির সম্মানার্থে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

অনুষ্ঠানে দৈনিক সময়ের কাগজ পত্রিকার সিনিয়র সহ-সম্পাদক খন্দকার সোহেল টানু, স্টাফ রিপোর্টার হেলাল মজুমদার, আহাদুজ্জামান তন্ময়, মেজবাহুর রহমান ও ফটো সাংবাদিক আল আমিন রাব্বি সহ জেলা শিল্পকলা একাডেমি কুষ্টিয়ার শিল্পীরা এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাছাড়া এই অনুষ্ঠান দেখতে অংশগ্রহণকারীদের অভিভাবক, পরিবারের সদস্যরা ও বিভিন্ন শ্রেণী পেশার দর্শক শ্রোতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন কবি কনক চৌধুরী।

এর আগে গত ২দিন ব্যক্তিগত সফরকালে এই উপ- রাষ্ট্রদূত জেলার বিভিন্ন দর্শনীয় এবং ঐতিহ্যবাহী স্থানগুলো পরিদর্শন করেন। তাছাড়া তিনি মুক্তিযুদ্ধের ইতিহাস সম্বলিত মেহেরপুর জেলার মুজিবনগর এলাকাও পরিদর্শনে যান।

এই ক্যাটাগরির আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক দিনের সমাচার
Theme Customized By Theme Park BD
error: Content is protected !!