নিজস্ব প্রতিনিধিঃ
কুষ্টিয়ায় দ্রুতগামী দু’টি মটর সাইকেল নিয়ন্ত্রন হারিয়ে তিন যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো এক যুবক।
শুক্রবার রাত পৌনে ৯ টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল আনসার ক্যাম্প এলাকায় মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় নিহতরা হলো কুষ্টিয়া পৌরসভার ২১ নং ওয়ার্ড কুমারগাড়া গ্রামের মনোয়ারের ছেলে মোটরসাইকেল মেকানিক ফারুক হোসেন (২৬), মনোহর এর ছেলে ফয়সাল রাহুল (২৪), ও শহরের ত্রিমহনী বারখাদা গ্রামের বাদশার ছেলে জুয়েল (২৪)। পৌরসভার ১৯ নং ওয়ার্ডের চৌড়হাস কলোনির লোকমানের ছেলে বিপ্লব কে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠান।
তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন,চৌড়হাস হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী
স্থানীয় সূত্রে জানা গেছে,রাত সাড়ে ৮ টার দিকে দ্রুতগামী গতিতে দুটি মোটরসাইকেলে করে চারজন যুবক কুষ্টিয়ার দিকে আসছিলেন। এক পর্যায়ে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল আনসার ক্যাম্পের কাছে পৌছালে নিজেদের দুটি মোটরসাইকেলে ধাক্কা লেগে ট্রাক ও করিমনের নিচে চাপা পড়ে,রাহুল ও ফারুক নামের দুই যুবক ঘটনাস্থলেই মারা যায় এবং গুরুতর আহত অবস্থায় অপর দুই যুবক জুয়েল ও বিপ্লবকে উদ্ধার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জুয়েল কে মৃত ঘোষণা করেন,এবং বিল্পব নামের আরেক যুবককে আশংকা জনক অবস্থায় ঢাকায় রেফার্ড করা হয়।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ওসি ইদ্রিস আলী জানান, রাত সাড়ে ৮ টার দিকে দুটি মোটরসাইকেলে করে চারজন যুবক কুষ্টিয়ার দিকে আসছিলেন। এ সময় তারা একে অপরের থেকে দ্রুত যাওয়ার প্রতিযোগিতায় লিপ্ত হন। এক পর্যায়ে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল আনসার ক্যাম্পের কাছে দুটি মোটরসাইকেল কার্গোর সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুজন এবং হাসপাতালে যাওয়ার পর একজনের মৃত্যু হয়।
অফিসার ইনচার্জ আরো জানান,মুলত; বেপরোয়াগতিতে মটর সাইকেল চালানোর কারনেই দুর্ঘটনার শিকার হয় তারা।