বৃহস্পতিবার , ৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

ঝিনাইদহের মহেশপুরে সড়ক দুর্ঘটনায় করিমন চালক নিহত

প্রকাশিত হয়েছে -

সেলিম রেজা,মহেশপুর(ঝিনাইদহ)


ঝিনাইদহের মহেশপুরে গরুর গাড়ীর সাথে ধাক্কা লেগে আনোয়ার হোসেন (৩৫) নামের এক করিমন চালক নিহত হয়েছে।

রবিবার সকালে মহেশপুর উপজেলার পুরন্দপুর মাঠপাড়ায় এই ঘটনাটি ঘটে। নিহত আনোয়ার হোসেন ওই উপজেলার পুরন্দপুর গ্রামের খোয়াজ মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানায়, পুরন্দপুর মাঠপাড়ায় একটি গরুর গাড়ী মাঠে যাচ্ছিল। সে সময় পথে ওই স্থানে পৌঁছালে পিছন দিক থেকে করিমন চালক গরুর গাড়ীর সাথে ধাক্কা মারে। এতে সে গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে যশোর মেডিকেলে নেওয়ার পথে সে মারা যায়।
মহেশপুর থানার ওসি সেলিম মিয়া জানান, আমি ঘটনাটি শুনেছি। তবে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করেনি।