সেলিম রেজা,মহেশপুর(ঝিনাইদহ)-
ঝিনাইদহ জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যানদের সাথে মতবিনিময় সভা করেছেন।
শনিবার সকালে জেলা পরিষদ ডাকবাংলোয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহেশপুর পৌরসভার মেয়র আব্দুর রশিদ খাঁন,এসবিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফান হাসান চৌধুরী নুথান, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হায়দার নান্টু,পান্তাপাড়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল হক স্বপন, স্বরুপপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান,শ্যামকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামিরুল হক,নোপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল আলম মৃধা,কাজিরবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়ানবী,বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টু, যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ,নাটিমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম,মান্দারবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান ও আজমপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইসমাইল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন,মহেশপুর উপজেলা আওয়ামী লীগের নেতা নিখিল কুমার গাঙ্গুলী,নেপা ইউনিয়ন যুবলীগের আহবায়ক ফারুক বিল্লাহ,মহেশপুর পৌর ছাত্রলীগের সভাপতি রেজাউল হোসেন,সাইফুল ইসলাম,আব্দুল করিম প্রমুখ।
সভায় আগামী জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত জেলা পরিষদ চেয়ারম্যান নৌকার প্রার্থী কনক কান্তি কে বিজয়ী করার অনুরোধ করা হয়।