সেলিম রেজা,মহেশপুর(ঝিনাইদহ)
ঝিনাইদহের মহেশপুরে ইয়াবাসহ এক নারী ইউপি সদস্যের ছেলে মাদককারবারি যুবক কে আটক করেছে র্যাব-৬ এর সদস্যরা।
গত ২১ সেপ্টেম্বর তারিখে র্যাব-৬, (সিপিসি- ২) ঝিনাইদহ র্যাব ক্যাম্প এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে উপজেলার সীমান্তবর্তী শ্যামকুড় ইউনিয়নের পদ্মপুকুর গ্রামে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে।
এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মিজানুর রহমান(৩৪) কে ২২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন।
এসময় তার কাছে থাকা একটি মোবাইল ফোন ও দুইটি সিমকার্ড ও জব্দ করা হয়।
আটককৃত মিজানুর রহমান উপজেলার শ্যামকুড় ক্যাম্পপাড়া গ্রামের মৃত রইচ উদ্দিন এর পুত্র।
এবং তার মা মালেকা বেগম শ্যামকুড় ইউনিয়নের ৪.৫.৬ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য।
জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় হস্তান্তর করে আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়।