বৃহস্পতিবার , ৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

মহেশপুরে অর্ধগলিত অবস্থায় এক বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ 

প্রকাশিত হয়েছে -

সমাচার ডেস্ক অনলাইনঃ

সেলিম রেজা,মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুরে আজের আলী মন্ডল(৭৫) নামে এক বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বিকালে উপজেলার মান্দারবাড়ীয়া ইউনিয়নের কমলাপুর গ্রামের বট বাগানের মাঠের একটি আতা গাছ থেকে আজের আলী মন্ডলের লাশ ঝুলন্ত লাশ উদ্ধার করে।
আজের আলী উপজেলার মান্দারবাড়ীয়া ইউনিয়নের আলীশা গ্রামের বাবর আলীর ছেলে।
স্থানীয় ইউপি সদস্য বিল্টু মিয়া জানান, গত ১৭ সেপ্টেন্বর থেকে আলীশা গ্রামের আজের আলী মন্ডর নিখোঁজ ছিলো। নিখোঁজের ৮দিনের মাথায় শনিবার বিকালে কমলাপুর গ্রামের বট বাগানের মাঠের একটি আতা গাছ থেকে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ।
মহেশপুর থানার (ওসি) তদন্ত ইসমাইল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অর্ধগলিত অবস্থায় আলীশা গ্রামের আজের আলী মন্ডলের লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। তদন্ত চলছে তাছাড়া ময়না তদন্ত করলেই মৃত্যুর কারন জানা যাবে।