বৃহস্পতিবার , ৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

নদী হচ্ছে সভ্যতার শুরু-ভারপ্রাপ্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস

প্রকাশিত হয়েছে -

হিরক খান, মেহেরপুর প্রতিনিধিঃ


মেহেরপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস বলেছেন, নদী হচ্ছে সভ্যতার শুরু। আর যদি মিশরের নীলনদের কথা বলা যায়। সভ্যতার নিদর্শন মিশরের নীলনদ। আজকের নদীমাতৃক বাংলাদেশ, কিন্তু অধিকাংশ নদীই বেদখল হয়ে যাচ্ছে। দুপাশ দিয়ে গড়ে উঠেছে বিভিন্ন ধরনের অট্টালিকা। লিংকন বিশ্বাস বলেন, আপনার-আমার যেমন জীবন রয়েছে। নদীর তেমন জীবন রয়েছে। নদীকে তার আপন গতিতে চলতে দিতে হবে।

রবিবার (২৫ সেপ্টেম্বর) সকালে বিশ্ব নদী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুজ্জামান ভূঁইয়া। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুল্লাহ, আরডিসি রনি খাতুন প্রমুখ।

এর আগে বিশ্ব নদী দিবস উপলক্ষে একটি র‍্যালী বের করা হয়। আর ডিসি রনি খাতুন এর নেতৃত্বে র‍্যালীটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু করে প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। র‍্যালীতে সরকারি কর্মকর্তা, বিএনসিসি স্কাউট সদস্যরা উপস্থিত ছিলেন।