কুষ্টিয়ায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাব্বী সর্দার (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত যুবক রাব্বি ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বার বাবুর ভাতিজা ও রাজা সর্দ্দারের প্রথম পুত্র। সে রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে লেবার হিসেবে কর্মরত ছিল।
রাব্বির অকাল মৃত্যুতে তার পরিবার ও এলাকার মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার থেকে দেওয়া তথ্য সূত্র জানা গেছে। রাব্বি কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত ছিল। গতকাল শারীরিক অবস্থার অবনতি হলে কুষ্টিয়া সদর হাসপাতালে তাকে ভর্তি করা হয়। আজ সকাল আনুমানিক ১০টার সময় সে মৃত্যুবরণ করে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ আব্দুল মোমেন জানান, রাব্বী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে। বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ৯জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রুগী ভর্তি রয়েছে।