সেলিম রেজা,মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ঝিনাইদহের মহেশপুর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে আর্থিক অনুদান দিলেন-এমপি চঞ্চল।
আজ সন্ধ্যায় উপজেলার নেপা ইউনিয়নের ছলেমানপুর দক্ষিনপাড়া দূর্গা মন্দির পরিদর্শনে এসে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে,উপজেলা পরিষদের পক্ষ থেকে এবং ব্যাক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান দিলেন-এমপি চঞ্চল।
ছলেমানপুর দক্ষিনপাড়া দূর্গা মন্দিরের সভাপতি বাবু প্রহ্লাদ হালদার এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন-ঝিনাইদহ-৩ আসেনের মাননীয় জাতীয় সংসদ সদস্য এ্যাড. শফিকুল আজম খাঁন চঞ্চল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ,উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী,উপজেলা আ’লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ,নেপা ইউনিয়ন আ’লীগের সভাপতি ও চেয়ারম্যান সামসুল আলম মৃধা,উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রঞ্জন কুমার মজুমদার,সাধারণ সম্পাদক প্রবীণ কুমার দাস,উপজেলা ইঞ্জিনিয়ার সৈয়দ শাহরিয়ার আকাশ,উপজেলা কৃষকলীগের সভাপতি আব্বাস উদ্দীন,নেপা ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হাশেম মৃধা,সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম স্বপন,ছলেমানপুর দক্ষিনপাড়া দূর্গা মন্দিরের সাধারণ সম্পাদক ভবানন্দ হালদার,সাবেক ছাত্র নেতা জিয়ারুল ইসলাম জিয়া,ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগের সভাপতি সিদ্দিক,ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলামসহ
আরও অনেকে।
উল্লেখ্য মহেশপুর উপজেলায় এবার ৪৭ টি পূজা মন্ডপে দূর্গা উৎসব অনুষ্ঠিত হচ্ছে।এসকল মন্ডপে উৎসব চলাকালীন সময় পূন্যার্থীদের নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।