বৃহস্পতিবার , ৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

মেহেরপুরে কুষ্ঠরোগের বর্তমান চিত্র এবং রোগে আক্রান্ত ব্যক্তিদের সহায়তা প্রদান

প্রকাশিত হয়েছে -

হিরক খান, মেহেরপুর প্রতিনিধি


মেহেরপুরে কুষ্ঠরোগের বর্তমান চিত্র এবং কুষ্ঠ আক্রান্ত ব্যক্তিদের সহায়তা প্রদান করা হয়েছে।

আজ শনিবার দুপুরে পৌর কমিউনিটি সেন্টার মিলনাতনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সালোম,মেহেরপুর এবং ‘দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল-বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,পুলিশ সুপার মোঃ রাফিউল আলম,সিভিল সার্জন ডা. জওয়াহেরুল আনাম সিদ্দিকী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহীন। এছাড়াও সাংবাদিক রফিকুল আলম বক্তব্য রাখেন।

পরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন নিজ হাতে জেলার বিভিন্ন এলাকার ১২ জন কুষ্ঠরোগিকে ছাগল, দুইজনকে সেলাই মেশিন ও দুইজনকে অর্থিক অনুদানের চেক বিতরণ করেন‌