সমাচার ডেস্ক অনলাইনঃ
কুষ্টিয়ায় শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে সনাতন ধর্মের লোকজনের সাথে শুভেচ্ছা বিনিময় এবং উপহার সামগ্রী প্রদান করলেন কুষ্টিয়া পৌরসভার ৭ নং ওয়ার্ড এর সুযোগ্য কাউন্সিলর এইচ এম তানভীর নবেল । আজ শনিবার কুষ্টিয়া পৌরসভার কালিশংকরপুর পূজা মন্ডপ পরিদর্শন এবং শুভেচ্ছা উপহার বিতরণ করেছেন । এ সময় সাথে উপস্থিত ছিলেন কুষ্টিয়া পৌর আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আশরাফুল আলম রুবেল,৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক হিরোক হোসেন সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা। কাউন্সিলর এইচ এম তানভীর নবেল বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে যুক্ত থেকে মানুষের পাশে থাকেন । পূজা উদযাপন শুরুর শুভলগ্ন থেকেই সংবাদকর্মী ও সনাতন ধর্মের লোকজনের পাশে থেকে সবাইকে শান্তিপূর্ণভাবে শারদীয় উৎসব উদযাপনে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।এলাকার হিন্দু-মুসলিম সম্প্রীতির শত বছরের ঐতিহ্য বজায় রাখার লক্ষ্যে তিনি পাশে থেকে কাজ করবেন বলে সকলকে প্রতিশ্রুতি দিয়েছেন। এ সময় তাকে পাশে পেয়ে হিন্দু সম্প্রদায়ের সকলেই আনন্দিত। এছাড়াও পূজা উদযাপনে শান্তি শৃঙ্খলা বজায় রাখার ভূমিকা পালন করবেন বলে জানিয়েছেন।