আসছে আগামী ২নভেম্বর দেশের ২৯টি ইউনিয়নপরিষদে জনপ্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মধ্যে কুষ্টিয়া জেলা মিরপুর উপজেলার ১৩নং ধুবইল ইউনিয়ন পরিষদেও নির্বাচন অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার দিবাগত সন্ধা ৭টার দিকে আওয়ামী লীগ সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা অনুষ্ঠানে, আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এমপি’র সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় ২৯টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থীদের দলীয় ভাবে মনোনয়ন দেওয়া হয়। এতে ধুবইল ইউনিয়ন পরিষদে দলীয় মনোনীত (নৌকার মাঝি) হয়েছেন ধুবইল ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি ও ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মাহাবুর রহমান মামুন।
টানা তৃতীয় বারের মতো আওয়ামী দল থেকে পুনরায় নৌকার মাঝি হিসাবে মনোনয়ন দেওয়ায় তিনি প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ, মিরপুর উপজেলা আওয়ামী লীগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও সর্বপরি সকল মানুষের প্রতি কৃতজ্ঞতা জানান। আগামী নির্বাচনে তিনি সকলের কাছে দোয়া কামনা করেন। এবং এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ইউনিয়নের ভোটারদের কাছে ভোট চান।