বৃহস্পতিবার , ৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

মহেশপুরে অন্যের জমি দখল করে লাখ টাকার ক্ষতি সাধন,থানায় অভিযোগ।

প্রকাশিত হয়েছে -

সেলিম রেজা,মহেশপুর(ঝিনাইদহ)সংবাদদাতাঃ 

ঝিনাইদহের মহেশপুরে জোরপূর্বক জমি দখল করে কাটাতারের বেড়া দিয়ে সীমানা প্রাচীর নির্মাণ করার অভিযোগ উঠেছে এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে।
জানাযায়,উপজেলার এসবিকে ইউনিয়নের খালিশপুর বাজার পাড়ার সামসুল হক নামের এক প্রভাবশালী ব্যক্তি বজরাপুর মৌজার সাবেক ২১৫২ এবং আরএস হাল ৫৫০৫ দাগের মুক্তারুল হাসানের জমি জোরপূর্বক দখল করে লাখ  টাকার ক্ষতি সাধন করেছে মর্মে মুক্তারুল হাসান মহেশপুর থানায় একটি  লিখিত অভিযোগ দায়ের করেন।
 এলাকাবাসী ও থানার অভিযোগ সূত্রে জানা গেছে,কোটচাঁদপুর উপজেলার গাবতলা পাড়ার মুক্তারুল হাসান বজরাপুর মৌজায় ৮২শতক জমি ক্রয় করে ভোগদখল করে আসছে। এমনকি তিনি সীমানা নির্ধারন করে তারকাটারের বেড়া দিয়েছে।সেই জমিতে হঠাৎ করে সামসুল হক লোকজন নিয়ে ওই জমি দখল নিতে যায় এবং সেই জমিতে লাগানো বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ সহ সীমানার বেড়া ও পিলার ভাংচুর করে কিছু জমি দখল নিয়েছেন।এবং লাখ টাকার  ক্ষতি সাধন করেছে। এ ব্যাপারে বজরাপুর গ্রামের প্রত্যক্ষদর্শী আলমগীর হোসেন বলেন,সামসুল হক লোকজন নিয়ে এসে মুক্তরুল হাসানের জমির সীমানা প্রাচীরের বেড়া,পিলার ভেঙ্গে বিভিন্ন প্রজাতির গাছ কেটে দেয়।এসময় বাঁধা দিতে গেলে হুমকি দিয়ে চলে যায়।
অভিযুক্ত সামসুল হক প্রভাবশালী হওয়ায় ভুক্তভোগী মুক্তারুল হাসান আইনের সহয়তা নিয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।
এবং অভিযুক্ত সামসুল হকের বিরুদ্ধে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী মুক্তারুল হাসান।