সজল রায় খোকসা প্রতিনিধি:
সারাদেশে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের টিকা কার্যক্রমের অংশ হিসাবে কুষ্টিয়া জেলার খোকসা উপজেলায় প্রথম দিনেই ২৪’শত শিশুকে করোনা টিকা দেওয়া হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার ১১ টি টিকা কেন্দ্রের মধ্যে খোকসা জানিপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের মিলনায়তনে টিকাদান কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।
খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল এর সভাপতিত্বে করোনা টিকা দান কর্যক্রমের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সবুজ কুমার সাহা ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দা নাজনীন আলম।
খোকসা জানিপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ আবু হানিফ এর সঞ্চালনায় প্রথম দিনেই বিদ্যালয়ের ১৫৫ জন শিক্ষার্থীর করোনার প্রথম ডোজার টিকা প্রদান করা হয়।
খোকসা উপজেলায় করোনার টিকাদান কার্যক্রমের উদ্বোধন করার পর ১১ টি কেন্দ্রে একই সময়ে টিকাদান কার্যক্রমের শুরু হয়।
খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা টিকাদান কেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তা শেফা খানম জানান, উপজেলার ১৩১ টি শিক্ষা প্রতিষ্ঠান ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের মাঝে করোনার টিকা দানের প্রথম ডোজ নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ৪২০ জন। এছাড়াও উপজেলায় মোট ৫ থেকে ১১ বছর বয়সে ২২ হাজার ১৫০ জন শিশুদের করোনার টিকা দেওয়া হবে।
এদিকে শিশুদের মাঝে করোনার প্রতিষেধক টিকা কার্যক্রম চালু হওয়ায় অভিভাবকদের মাঝে স্বস্তি বিরাজ করছে।