বৃহস্পতিবার , ৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

কুষ্টিয়ার বটতৈল মোড় থেকে আন্তজেলা ডাকাত দলের ৫ সদস্য আটক

প্রকাশিত হয়েছে -


সমাচার ডেস্ক অনলাইনঃ

১৫ অক্টোবর ২০২২



কুষ্টিয়া পুলিশ ও মেহেরপুর ডিবি পুলিশের অভযানে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে আটক করা হয়েছে। কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল বাইপাস মোড় থেকে শনিবার (১৫ অক্টোবর) দুপুরে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে।

আটককৃতরা হলেন, মোঃ আলতাফ হোসেন(৫৪) পিতাঃ মূত্যঃ আজিম উদ্দিন। গ্রাম শিমুলিয়া।থানাঃ খোকসা। জেলাঃ কুষ্টিয়া।
মোঃ সোহেল রানা(৩৫) পিতাঃ মোঃ অক্ষর।
গ্রাম হরিপুর বোয়াদহ। থানা+জেলাঃ কুষ্টিয়া।
মোঃ আরিফুল ইসলাম(৩৬) পিতাঃ মূত্যঃ মুকুল ইসলাম। গ্রাম শিবপুর। থানাঃ মুজিবনগর। জেলাঃ মেহেরপুর।
মোঃ শাহজামাল(২৫) পিতাঃ মোঃ তাছের মন্ডল। গ্রাম নওদাপাড়া। থানাঃ মিরপুর।
জেলাঃ কুষ্টিয়া।
মোঃ সালাউদ্দিন৩০), পিতাঃ মোঃ আব্দুল মান্নান,গ্রাম খাজানগর, জেলাঃ কুষ্টিয়া।

মেহেরপুর ডিবি পুলিশের ওসি মোঃ শরিফুল ইসলাম জানায়, একের পর এক এই সংঘবদ্ধ ডাকাত দল কুষ্টিয়া মেহেরপুর সহ বিভিন্ন এলাকায় ডাকাতি, গাড়ি ছিনতাই করে আসছিল। এরই মাঝে তাদের দলের এক সদস্যকে আটক করে মেহেরপুর ডিবি পুলিশ।
তার স্বীকারোক্তিতে আরো ডাকাত দলের সদস্যদের নাম ঠিকানা নিশ্চিত হন পুলিশ। আজ গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে ওই ডাকাত দলের সদস্যরা প্রস্তুতি নিয়ে কুষ্টিয়ার বাইপাস এলাকায় ডাকাতি সংঘটিত করবে। সোর্সের দেয়া এমন তথ্যের ভিত্তিতে সকাল থেকেই সেখানে এস আই আসাদসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে সাদা পোশাকে এসে বিভক্ত হয়ে বিভিন্ন চায়ের দোকানে অবস্থান নিতে থাকে। ডাকাত ধরার টার্গেটে কেউ বা কেরাম খেলা করতে থাকে। কিছুক্ষণ পরে সেখানে মেহেরপুর ডিবি ওসিসহ সাদা পোশাকে এসে তাদের সাথে যুক্ত হন আরো কয়েকজন পুলিশ।

দুপুরে একটি পিকাপে এসে সেখানে ডাকাতির প্রস্তুতি নিতে থাকে ওই ডাকাত দলের সদস্যরা। এ সময় পুলিশ একজনকে আটক করলে ডাকাত দলের অন্যান্য সদস্যরা দৌড়ে পালাতে থাকে। এসময় সেখানে অবস্থান নেয়া পুলিশ তাদের ধাওয়া করে একে একে ৫ জন ডাকাতকে আটক করে। এ সময় ডাকাতির প্রস্তুতি কথা উপস্থিত সাংবাদিকদের সামনে স্বীকার করেন ওই ডাকাত দলের সদস্যরা। পরে (Kushtia-na 11-02 93) পিকাপসহ ডাকাতদের আটক করে নিয়ে যায় পুলিশ।