এসএম জামাল, কুষ্টিয়া :
কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি, জেলা পরিষদের প্রশাসক ও দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী রবিউল ইসলাম বলেছেন, নারী ফুটবলার নিলুফা ইয়াসমিন নীলা কেবল এই কুষ্টিয়ার নয় সারাদেশের আঠারো কোটি মানুষের মন জয় করেছেন। ‘আজ আমরা অনেক আনন্দিত এই কারণে যে যারা সারা বিশ্বের কাছে বাংলাদেশের সুনাম তুলে ধরেছেন তাঁদের দলের অন্যতম একজন কুষ্টিয়ার মেয়ে নিলুফা ইয়াসমিন নীলা। তাঁকে সম্মানিত এবং বরণ করতে পেরে আমরাও সম্মানিত বোধ করছি।’
রবিবার বিকেলে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অন্যতম সদস্য নিলুফা ইয়াসমিন নীলার সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ফুটবলের এই কৃতিত্বের কারণে নারী ফুটবল দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে হাজী রবিউল ইসলাম বলেন, সাফ ফুটবলে নীলা যে কৃতিত্ব দেখিয়েছে তা দেখে কুষ্টিয়ার অনেক নারী খেলোয়াড় উজ্জীবিত হবেন এবং তাঁরা কুষ্টিয়ার নাম উজ্জ্বল করতে পারবেন। নীলার উঠে আসার পেছনে তার মায়ের অনবদ্য ভূমিকার কথা স্বীকার করে তিনি আরও বলেন, তার মা যেভাবে কষ্ট করে খেলার মাঠে পাঠিয়ে আজকের এই নীলাকে গড়ে তুলেছেন। এমন নারী খেলোয়াড়দের গড়ে তুলতে তিনি সবসময়ই পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
নারী উদ্যোক্তা, নিঝুম লেডিস কর্ণারের স্বত্বাধিকারী ঝর্ণা বেগমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া পৌরসভার (১০,১১,১২ নং ওয়ার্ডের) নারী সংরক্ষিত আসনের কাউন্সিলর রীনা নাসরিন, নিলুফা ইয়াসমিন নীলার মা বাছিরন আক্তার ও বিশিষ্ট ব্যবসায়ী হেলাল শেখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক দেশের বাণী পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এসএম জামাল।
সংবর্ধনা অনুষ্ঠানে নীলার অনুপস্থিতিতে নীলার মাকে সম্মাননা স্মারক ক্রেষ্ট, ফুল ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
এ সময় নিলুফা ইয়াসমিন নীলার মা বাছিরন আক্তার আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আমার মেয়েকে যে সম্মান দেওয়া হয়েছে তা থেকে আমরা অনুপ্রাণিত। আপনারা আমার মেয়ের জন্য দোয়া করবেন, এই অনুপ্রেরণা নিয়ে ও যেন কুষ্টিয়ার তথা দেশের মানুষকে আরও ভালো ফুটবল খেলা উপহার দিতে পারে।’
অনুষ্ঠানে স্থানীয় সুধীজনসহ ক্রীড়াপ্রেমী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর ২০২২ তারিখে নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২২ এ বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল ফাইনালে শক্তিশালী নেপালকে ৩-১ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। দক্ষিণ এশিয়ার নারীদের শ্রেষ্ঠত্বের লড়াই এই সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ আসর।